হোম > সারা দেশ > দিনাজপুর

বীরগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে তাঁর বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ আনেন ওই কিশোরীর মা। বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম।

এ নিয়ে জানতে চাইলে ওই কিশোরীর মা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মেয়ে প্রতিবন্ধী। সে স্থানীয় একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। স্বামীর কাছে মেয়েকে রেখে আমি নীলফামারী জেলার দারোয়ানি ইপিজেডে কাজ করতে যাই। গত ৪ মে রাতে আমার স্বামীই মেয়েকে ধর্ষণ করেন। পরদিন সকালে আমার মেয়ে ঘটনাটি মোবাইল ফোনে আমার মাকে জানায়। মা বিষয়টি মোবাইল ফোনে জানালে আমি বাড়ি আসি। তখন স্বামী পলাতক ছিলেন। আমি আইনের সহায়তা নিতে চাইলে আমার শ্বশুর বাধা দেন এবং আপসের চেষ্টা করেন।’

ওই কিশোরীর মা আরও বলেন, ‘উপায় না পেয়ে আমার বাবার সহযোগিতা চাই। তাঁরা এসে গতকাল আমাকে ও মেয়েকে থানায় নিয়ে আসেন। এরপর আমি বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করি।’ 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও বীরগঞ্জ থানার এসআই আশরাফুল ইসলাম জানান, ‘মামলার পর গতকাল বিকেলে ওই কিশোরীর বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে রাতেই মামলা হয়। আজ বুধবার সকালে তাঁকে আদালতে হাজির করা হয়েছে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, ‘মেয়েটির মা বাদী হয়ে মামলা করেন। কিশোরীর বাবাকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত