হোম > সারা দেশ > রংপুর

এসএসসি পরীক্ষা: মাইক না বাজাতে অনুরোধের পর জরিমানাও করলেন ইউএনও

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

উচ্চ শব্দে মাইক বা ডিজে না বাজাতে দিনাজপুরের খানসামা উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।

নির্দেশনা দিয়েই তিনি বসে থাকেননি: শব্দদূষণে গণ-উৎপাত সৃষ্টির দায়ে উপজেলার গোবিন্দপুর গ্রামের এক যুবককে ২০০ টাকা জরিমানাও করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে আলোকঝাড়ী ইউনিয়নে অভিযান পরিচালনা করেন ইউএনও। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে যুবককে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. তাজ উদ্দিন।

এর আগে শনিবার রাতে ইউএনও খানসামা দিনাজপুর নামে ফেসবুক আইডি থেকে এ বিষয়ে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় এলাকাবাসী, ২০২৪ সালের এসএসসি, দাখিল ও ভকেশনাল পরীক্ষাসমূহ চলমান। পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের বিঘ্নহীন প্রস্তুতির কথা বিবেচনা করে দিনে বা রাতে উচ্চ শব্দে মাইক বা ডিজে সাউন্ড সিস্টেম চালাবেন না। শব্দদূষণ শাস্তিযোগ্য অপরাধ। এসংক্রান্ত যেকোনো অভিযোগ প্রশাসনকে জানান। কল করুন ৯৯৯ বা ০১৩২০১৩৬৫৭৩ বা ০১৭৬১৪৯৩৫২৯ নম্বরে।’

এ ব্যাপারে ইউএনও মো. তাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় সময়ই উচ্চ শব্দে মাইক বা ডিজে সাউন্ড বাজানোর অভিযোগ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই প্রচারণা চালানো হচ্ছে। যারা এই নির্দেশ অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা।’

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন