হোম > সারা দেশ > রংপুর

এসএসসি পরীক্ষা: মাইক না বাজাতে অনুরোধের পর জরিমানাও করলেন ইউএনও

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

উচ্চ শব্দে মাইক বা ডিজে না বাজাতে দিনাজপুরের খানসামা উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।

নির্দেশনা দিয়েই তিনি বসে থাকেননি: শব্দদূষণে গণ-উৎপাত সৃষ্টির দায়ে উপজেলার গোবিন্দপুর গ্রামের এক যুবককে ২০০ টাকা জরিমানাও করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে আলোকঝাড়ী ইউনিয়নে অভিযান পরিচালনা করেন ইউএনও। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে যুবককে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. তাজ উদ্দিন।

এর আগে শনিবার রাতে ইউএনও খানসামা দিনাজপুর নামে ফেসবুক আইডি থেকে এ বিষয়ে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় এলাকাবাসী, ২০২৪ সালের এসএসসি, দাখিল ও ভকেশনাল পরীক্ষাসমূহ চলমান। পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের বিঘ্নহীন প্রস্তুতির কথা বিবেচনা করে দিনে বা রাতে উচ্চ শব্দে মাইক বা ডিজে সাউন্ড সিস্টেম চালাবেন না। শব্দদূষণ শাস্তিযোগ্য অপরাধ। এসংক্রান্ত যেকোনো অভিযোগ প্রশাসনকে জানান। কল করুন ৯৯৯ বা ০১৩২০১৩৬৫৭৩ বা ০১৭৬১৪৯৩৫২৯ নম্বরে।’

এ ব্যাপারে ইউএনও মো. তাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় সময়ই উচ্চ শব্দে মাইক বা ডিজে সাউন্ড বাজানোর অভিযোগ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই প্রচারণা চালানো হচ্ছে। যারা এই নির্দেশ অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা।’

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার