হোম > সারা দেশ > নীলফামারী

ডোমারে শারীরিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডোমারে শারীরিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. আবু কালাম (৫০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকাল ১০টার দিকে আবু কালাম নামে এক ব্যক্তি শারীরিক প্রতিবন্ধী ওই মেয়ের বাবার খোঁজে তাঁদের বাড়ি যান। এ সময় কেউ বাড়িতে না থাকার সুযোগে তিনি তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। ধস্তাধস্তির শব্দ শুনে পাশের বাড়ির একজন ঘরে গিয়ে এ দৃশ্য দেখে চিৎকার করেন। এ সময় এলাকাবাসী ছুটে এলে আবু কালাম কৌশলে পালিয়ে যান।

এ ঘটনায় গতকাল বিকেলে ওই শারীরিক প্রতিবন্ধীর বাবা ডোমার থানায় ধর্ষণচেষ্টার মামলা করেন। পরে সন্ধ্যায় পুলিশ আবু কালামকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে জানতে চাইলে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী আজকের পত্রিকাকে বলেন, গতকাল বিকেলে এক শারীরিক প্রতিবন্ধী মেয়ের বাবা আবু কালামের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে আদালতের মাধ্যমে আবু কালামকে জেলা কারাগারে পাঠানো হয়।

তারেক রহমানের কাছে যা চাইলেন আবু সাঈদের বাবা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মঞ্চ প্রস্তুত, দলে দলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

লাঙ্গল-নৌকার আসনে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

কাউনিয়ায় ‘ভুয়া মামলায়’ ঋণগ্রহীতাকে হয়রানির অভিযোগ

আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার—বললেন জাপা প্রার্থী

রংপুরে হত্যার মামলায় ৪ আসামির যাবজ্জীবন

নির্বাচনকে ঘিরে দেশে দুটি পক্ষ হয়েছে, একটি সংস্কারের পক্ষে আরেকটি বিপক্ষে: আখতার হোসেন

গণপিটুনিতে নিহত রূপলালের স্ত্রী ও ছেলেকে আসামিদের হুমকি, থানায় অভিযোগ

রূপলাল-প্রদীপ লাল হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার