হোম > সারা দেশ > রংপুর

ঘোড়াঘাটে ট্রাকের চাপায় যুবক নিহত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সুজন সরকার (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নিতাইশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলার নাংলু গ্রামের শ্রী অতুল সরকারের ছেলে। তিনি ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে একটি দোকানে কর্মচারী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে একটি মোটরসাইকেল ঘোড়াঘাট বাসস্ট্যান্ড থেকে রানীগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। নিতাইশা এলাকার কারিগরি কলেজ পার হওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের চালক সুজন সরকারের মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, নিহত মোটরসাইকেল আরোহী ঘোড়াঘাটে কাজ শেষ করে মহাসড়ক দিয়ে রানীগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় ঘাতক ট্রাকটি তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।

ওসি জানান, নিহতের জন্মস্থান বগুড়া জেলায় হলেও তিনি ছোটবেলা থেকেই ঘোড়াঘাটে তাঁর মামার বাড়িতে থাকতেন।

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু