হোম > সারা দেশ > রংপুর

ঘোড়াঘাটে ট্রাকের চাপায় যুবক নিহত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সুজন সরকার (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নিতাইশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলার নাংলু গ্রামের শ্রী অতুল সরকারের ছেলে। তিনি ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে একটি দোকানে কর্মচারী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে একটি মোটরসাইকেল ঘোড়াঘাট বাসস্ট্যান্ড থেকে রানীগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। নিতাইশা এলাকার কারিগরি কলেজ পার হওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের চালক সুজন সরকারের মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, নিহত মোটরসাইকেল আরোহী ঘোড়াঘাটে কাজ শেষ করে মহাসড়ক দিয়ে রানীগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় ঘাতক ট্রাকটি তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।

ওসি জানান, নিহতের জন্মস্থান বগুড়া জেলায় হলেও তিনি ছোটবেলা থেকেই ঘোড়াঘাটে তাঁর মামার বাড়িতে থাকতেন।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড