হোম > সারা দেশ > নীলফামারী

কলেজে গিয়ে ইউএনও পেলেন দুই শিক্ষক আর তিন শিক্ষার্থী

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় পশ্চিম ছাতনাই ইউনিয়নের দ্বারাজগঞ্জের ছাতনাই মহাবিদ্যালয় এমপিওভুক্তির জন্য আবেদন করেছে। আজ সোমবার কলেজটিতে আকস্মিক পরিদর্শনে গিয়ে মাত্র দুইজন শিক্ষক ও তিনজন শিক্ষার্থী পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন। 

এলাকাবাসীর অভিযোগ, প্রতিষ্ঠার পর থেকেই এই কলেজে শিক্ষকেরা নিয়মিত আসেন না। এ জন্য শিক্ষার্থীও নেই। অধ্যক্ষ মাঝেমধ্যে আসেন স্বাক্ষর করতে। 

আজ দুপুরে ইউএনও বেলায়েত হোসেন আকস্মিক ওই কলেজ পরিদর্শনে যান। সেখানে গিয়ে দেখতে পান ১৮ জন শিক্ষকের মধ্যে মাত্র দুই শিক্ষক উপস্থিত। পাশের কক্ষে তিনজন শিক্ষার্থী বসে আছে। কাগজকলমে ২০১০ সালে প্রতিষ্ঠিত কলেজটিতে ভর্তি ফরম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা দেখানো হয়েছে ১১৩ জন। এ সময় উপস্থিত ছিলেন না কলেজের অধ্যক্ষ মোসলেম উদ্দিনও। 

ইউএনও বেলায়েত হোসেন জানান, এর আগে কলেজটির এমপিওভুক্তির আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। কলেজ কর্তৃপক্ষ এমপিওভুক্তি পুনর্মূল্যায়নের আবেদন করেছে। কলেজের বর্তমান চিত্র তুলে ধরে তাঁদের বিরুদ্ধে একটি প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। 

ইউএনও বেলায়েত বলেন, ‘কাগজকলমে ১৮ জন শিক্ষক থাকলেও গত তিন মাসে শিক্ষক হাজিরাখাতায় মাত্র ছয়জন শিক্ষক উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া ২০২১-২২ সেশনে শিক্ষার্থীদের কোনো ভর্তি রেজিস্টার দেখাতে পারেনি কলেজ কর্তৃপক্ষ।’ 

খোঁজ নিয়ে জানা যায়, ছাতনাই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোসলেম উদ্দিন বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হালিম খান বলেন, ‘বিষয়টি জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’ 

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ