হোম > সারা দেশ > নীলফামারী

কলেজে গিয়ে ইউএনও পেলেন দুই শিক্ষক আর তিন শিক্ষার্থী

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় পশ্চিম ছাতনাই ইউনিয়নের দ্বারাজগঞ্জের ছাতনাই মহাবিদ্যালয় এমপিওভুক্তির জন্য আবেদন করেছে। আজ সোমবার কলেজটিতে আকস্মিক পরিদর্শনে গিয়ে মাত্র দুইজন শিক্ষক ও তিনজন শিক্ষার্থী পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন। 

এলাকাবাসীর অভিযোগ, প্রতিষ্ঠার পর থেকেই এই কলেজে শিক্ষকেরা নিয়মিত আসেন না। এ জন্য শিক্ষার্থীও নেই। অধ্যক্ষ মাঝেমধ্যে আসেন স্বাক্ষর করতে। 

আজ দুপুরে ইউএনও বেলায়েত হোসেন আকস্মিক ওই কলেজ পরিদর্শনে যান। সেখানে গিয়ে দেখতে পান ১৮ জন শিক্ষকের মধ্যে মাত্র দুই শিক্ষক উপস্থিত। পাশের কক্ষে তিনজন শিক্ষার্থী বসে আছে। কাগজকলমে ২০১০ সালে প্রতিষ্ঠিত কলেজটিতে ভর্তি ফরম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা দেখানো হয়েছে ১১৩ জন। এ সময় উপস্থিত ছিলেন না কলেজের অধ্যক্ষ মোসলেম উদ্দিনও। 

ইউএনও বেলায়েত হোসেন জানান, এর আগে কলেজটির এমপিওভুক্তির আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। কলেজ কর্তৃপক্ষ এমপিওভুক্তি পুনর্মূল্যায়নের আবেদন করেছে। কলেজের বর্তমান চিত্র তুলে ধরে তাঁদের বিরুদ্ধে একটি প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। 

ইউএনও বেলায়েত বলেন, ‘কাগজকলমে ১৮ জন শিক্ষক থাকলেও গত তিন মাসে শিক্ষক হাজিরাখাতায় মাত্র ছয়জন শিক্ষক উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া ২০২১-২২ সেশনে শিক্ষার্থীদের কোনো ভর্তি রেজিস্টার দেখাতে পারেনি কলেজ কর্তৃপক্ষ।’ 

খোঁজ নিয়ে জানা যায়, ছাতনাই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোসলেম উদ্দিন বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হালিম খান বলেন, ‘বিষয়টি জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’ 

তারেক রহমানের কাছে যা চাইলেন আবু সাঈদের বাবা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মঞ্চ প্রস্তুত, দলে দলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

লাঙ্গল-নৌকার আসনে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

কাউনিয়ায় ‘ভুয়া মামলায়’ ঋণগ্রহীতাকে হয়রানির অভিযোগ

আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার—বললেন জাপা প্রার্থী

রংপুরে হত্যার মামলায় ৪ আসামির যাবজ্জীবন

নির্বাচনকে ঘিরে দেশে দুটি পক্ষ হয়েছে, একটি সংস্কারের পক্ষে আরেকটি বিপক্ষে: আখতার হোসেন

গণপিটুনিতে নিহত রূপলালের স্ত্রী ও ছেলেকে আসামিদের হুমকি, থানায় অভিযোগ

রূপলাল-প্রদীপ লাল হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার