হোম > সারা দেশ > রংপুর

বিএসএফের গুলিতে আহতকে উদ্ধার করে অনুপ্রবেশের মামলায় পলাতক দেখাল বিজিবি

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুলালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত হন সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম নান্নু। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

এ ঘটনায় আজ বুধবার বিকেলে সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করেছে বিজিবি। মামলায় হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ সাইফুলকে ১৩ নম্বর আসামি করা হয়েছে।তবে তাঁকে পলাতক দেখিয়েছে বিজিবি। এজাহারে কাউকে গুলিবিদ্ধ কিংবা আহতও দেখানো হয়নি।

লালমনিরহাট–১৫ ব্যাটালিয়নের লোহাকুচি ক্যাম্পের হাবিলদার মাসুদুল হক বাদী হয়ে এ মামলা করেছেন। মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালী বড় মালদি সীমান্তের ৯২১ নম্বর পিলার এলাকায় গুলির ওই ঘটনা ঘটে।

আহত সাইফুল ইসলাম নান্নু ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালী বাসিন্দা। তিনি বেলাবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য।

সীমান্তবাসীরা জানান, ভারতীয় ব্যবসায়ীদের সহায়তায় গরু পাচার করতে সন্ধ্যার পর তালুক দুলালী বড় মালদি সীমান্তে ৯২১ নম্বর পিলার এলাকার কাঁটাতারের বেড়ার পাশে যান গরু ব্যবসায়ী সাইফুল ইসলাম নান্নুসহ কয়েকজন। এ সময় বিএসএফ তাঁদের লক্ষ্য করে গুলি করে। এতে সাইফুল ইসলাম নান্নু গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। বাকিরা পালিয়ে স্থানীয় লোহাকুচি বিজিবি ক্যাম্পের টহল দলকে খবর দেন।

পরে বিজিবি সদস্যরা নান্নুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হয়।

মামলায় বিজিবির হাবিলদার মাসুদুল হক দাবি করেন, আসামিরা ৯২১ নম্বর পিলার এলাকায় ভারতে অবৈধ অনুপ্রবেশ করে ফেরার সময় বিজিবি তিন জনকে আটক করে। আটককৃতরা পলাতকদের বিষয়ে তথ্য দিয়েছেন।

তবে গুলিবিদ্ধ ইউপি সদস্যকে কঠোর নিরাপত্তায় হাসপাতালে নিলেও তাঁকে পলাতক দেখানো হয়েছে মামলার বর্ণনায়।

মামলায় গ্রেপ্তার দেখানো ব্যক্তিরা হলেন—উপজেলার তালুক দুলালী গ্রামের বেলাল হোসেন, এমদাদুল হক ও ফলিমারী গ্রামের প্রদীপ কুমার।

আর পলাতক দেখানো আসামিরা হলেন—তালুক দুলালী গ্রামের এমদাদুল হক (৩৫), সাদ্দাম হোসেন (২৮), এমতা (২৭), সৈয়দ আলী (৩৫), সৈকত আলী (২৫), হাশেম আলী (৩০), জাহিদুল ইসলাম (৩৫), জামাল (৩০), আলামিন মিয়া (২৭) ও সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম নান্নু।

গতকাল মঙ্গলবার রাতে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক বিক্রম চন্দ্র জানিয়েছিলেন, আহত সাইফুল ইসলাম নান্নুকে পিঠের নিচে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে আসে বিজিবি। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, ‘বিজিবি অবৈধ অনুপ্রবেশের অপরাধে আটককৃত ৩ জনসহ ১৩ জনের নাম এবং অজ্ঞাত আরও ৯–১০ জনের বিরুদ্ধে মামলা করেছে। মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গুলির বিষয়ে এজাহারে কিছু উল্লেখ নেই। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

বিজিবির লালমনিরহাট–১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন বলেন, ‘সীমান্তে অনুপ্রবেশের দায়ে ১৩ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ ঘটনায় তিনজন গ্রেপ্তার হয়েছেন। গুলিবিদ্ধ সাইফুলকে চিকিৎসার জন্য রংপুরে পাঠানোয় তাঁকে পরিবারের কাছে বুঝে দেওয়া হয়েছে। মামলায় তাঁকেও আসামি করা হয়েছে। সুস্থ হয়ে ফিরলে পুলিশ ব্যবস্থা নেবে।’

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ