হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে জুয়া খেলার দায়ে দুই পৌর কাউন্সিলরসহ আটক ৭

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় জুয়া খেলার দায়ে দুই পৌর কাউন্সিলরসহ সাতজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার রাতে আটক করার পর আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গতকাল সোমবার গভীর রাতে তাঁদের আটক করে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এ সময় তাঁদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও ৫ হাজার ১৩০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নীলফামারীর জলঢাকা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিল হাবিবুর রহমান মন্টু (৫২), ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মতলেবুর রহমান (৩৮), সাইফুর রহমান পিকু (৪২), তাপস রায় (৪১), রবিউল ইসলাম (৫০), আবদুর রহিম (৫২) ও রেজাউল করিম রাজু। সবার বাড়ি জলঢাকা পৌরসভার মাথাভাঙ্গা এলাকায়। 

নীলফামারী ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখেরুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে জলঢাকা পৌরসভার মাথাভাঙ্গা এলাকার ভাড়া বাড়িতে রেজাউল করিম রাজু বিভিন্ন সময় জুয়ার আসর বসাতেন। গতকাল সোমবার রাতে খবর পেয়ে ডিবি পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় দুজন পৌর কাউন্সিলরসহ সাতজনকে আটক করে।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর বলেন, অভিযুক্তদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে আজ দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।

তারেক রহমানের কাছে যা চাইলেন আবু সাঈদের বাবা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মঞ্চ প্রস্তুত, দলে দলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

লাঙ্গল-নৌকার আসনে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

কাউনিয়ায় ‘ভুয়া মামলায়’ ঋণগ্রহীতাকে হয়রানির অভিযোগ

আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার—বললেন জাপা প্রার্থী

রংপুরে হত্যার মামলায় ৪ আসামির যাবজ্জীবন

নির্বাচনকে ঘিরে দেশে দুটি পক্ষ হয়েছে, একটি সংস্কারের পক্ষে আরেকটি বিপক্ষে: আখতার হোসেন

গণপিটুনিতে নিহত রূপলালের স্ত্রী ও ছেলেকে আসামিদের হুমকি, থানায় অভিযোগ

রূপলাল-প্রদীপ লাল হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার