হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে জুয়া খেলার দায়ে দুই পৌর কাউন্সিলরসহ আটক ৭

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় জুয়া খেলার দায়ে দুই পৌর কাউন্সিলরসহ সাতজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার রাতে আটক করার পর আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গতকাল সোমবার গভীর রাতে তাঁদের আটক করে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এ সময় তাঁদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও ৫ হাজার ১৩০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নীলফামারীর জলঢাকা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিল হাবিবুর রহমান মন্টু (৫২), ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মতলেবুর রহমান (৩৮), সাইফুর রহমান পিকু (৪২), তাপস রায় (৪১), রবিউল ইসলাম (৫০), আবদুর রহিম (৫২) ও রেজাউল করিম রাজু। সবার বাড়ি জলঢাকা পৌরসভার মাথাভাঙ্গা এলাকায়। 

নীলফামারী ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখেরুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে জলঢাকা পৌরসভার মাথাভাঙ্গা এলাকার ভাড়া বাড়িতে রেজাউল করিম রাজু বিভিন্ন সময় জুয়ার আসর বসাতেন। গতকাল সোমবার রাতে খবর পেয়ে ডিবি পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় দুজন পৌর কাউন্সিলরসহ সাতজনকে আটক করে।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর বলেন, অভিযুক্তদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে আজ দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস