হোম > সারা দেশ > রংপুর

নীলফামারীতে চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় আব্দুর রউফ (২৫) নামের এক পুলিশ সদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ রোববার সকালে জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। জলঢাকা থানার ওসি ফিরোজ কবির তাঁর আত্মহত্যার তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, আব্দুর রউফ ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি খাগড়াছড়িতে বাংলাদেশ পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বিরুদ্ধে স্ত্রী রুপালী বেগমের করা নারী ও শিশু নির্যাতন মামলা ছিল। 

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ১২ নভেম্বর ১৫ দিনের ছুটিতে বাড়িতে আসে আব্দুর রউফ। রোববার ওই মামলার হাজিরার তারিখ ছিল। গত শনিবার রাতে সবার সঙ্গে খাওয়াদাওয়া করে ঘুমাতে গিয়েছিল রউফ। তবে সকালে ঘুম থেকে ওঠার জন্য ডাকাডাকি করলে কোনো সাড়া পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পায় পরিবারের সদস্যরা। এ সময় তাঁর হাতে ‘স্ত্রীর করা মামলা জন্য আত্মহত্যা করেছেন’ এমন একটি চিরকুট পাওয়া যায়। 

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত পুলিশ সদস্যের সঙ্গে স্ত্রীর একটি পারিবারিক কলহের মামলা আদালতে চলমান। এ ঘটনায় নিহতের পরিবার পক্ষ থেকে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।’

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত