হোম > সারা দেশ > পঞ্চগড়

শ্রমিকনেতাকে লাঞ্ছনার অভিযোগে সড়ক অবরোধ, ২ ঘণ্টা পর সমঝোতা

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ে শ্রমিকনেতাকে লাঞ্ছিত করার প্রতিবাদে আইনজীবীর বিরুদ্ধে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এ সময় দুই ঘণ্টা ধরে চলমান অবরোধ পুলিশ, জনপ্রতিনিধি ও সিনিয়র আইনজীবীদের আশ্বাসে সমঝোতা হয়েছে। 

আজ রোববার দুপুরে কোর্ট চত্বরের সামনে বিক্ষোভ এবং মহাসড়ক আটকে দেন পরিবহনশ্রমিকেরা। 

মোটর শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, রোববার দুপুরে মামলাসংক্রান্ত বিষয় নিয়ে আইনজীবী আবুল কালাম আজাদ লিটনের সঙ্গে পঞ্চগড় মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (২৬৪) সাধারণ সম্পাদক আকবর আলীর কথা চলছিল। কথার একপর্যায়ে আইনজীবী লিটন তাঁকে (আকবর) লাঞ্ছিত করেন। এ খবর শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে শ্রমিকেরা কোর্ট চত্বরের সামনে বিক্ষোভ করেন এবং মহাসড়ক আটকে দেন। এ সময় দুই পাশে প্রায় শতাধিক যানবাহন আটকা পড়ে। 

এদিকে খবর পেয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) রাকিবুল হাসান, পাবলিক প্রসিকিউটর (পিপি) আমিনুর রহমান, পঞ্চগড় বারের সভাপতি আবু বকর সিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া, শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক আকবর আলীর (পিপি) কক্ষে (উভয় পক্ষের সঙ্গে) আলোচনায় বসেন। আলোচনায় আইনজীবী লিটন তাঁর আচরণের জন্য ভুল স্বীকার করেন। পরে শ্রমিকেরা তাদের অবরোধ তুলে নেন। 

নাম না প্রকাশে এক আইনজীবী বলেন, ‘আইনজীবী লিটন আইনজীবীদের সম্মান ক্ষুণ্ন করেছেন। সে কারণে তাঁকে আমাদের আগামী মিটিংয়ে সাময়িক বহিষ্কার করা হতে পারে।’ 

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন