হোম > সারা দেশ > দিনাজপুর

পার্বতীপুরে মোটর মালিক সমিতির নেতার ওপর হামলার প্রতিবাদে বাস চলাচল বন্ধ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ফয়জার রহমান দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। এই হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল থেকে পার্বতীপুরের চারটি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন মোটর পরিবহন মালিক সমিতির কর্মীরা। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। তাদের অটোরিকশায় করে গন্তব্যে যেতে হচ্ছে। 

গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে শহরের গুলপাড়া এলাকায় মো. ফয়জার রহমানের ওপর হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রাত ১১টার দিকে ফয়জার রহমান গুলপাড়া রাস্তার মোড়ে অবস্থান করছিলেন। এ সময় পেছন থেকে মাথায় হেলমেট পরা পাঁচ-সাতজন দুর্বৃত্ত এসে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহমান মেডিকেল কলেজে ভর্তি করে। 

আজ সকাল থেকে টার্মিনাল থেকে চারটি রুটে কোনো বাস ছেড়ে যায়নি। তাই বাধ্য হয়ে যাত্রীদের অটোরিকশায় করে গন্তব্যে যেতে হচ্ছে। 

বাস টার্মিনালে কথা হয় মরিয়ম নেছা নামের এক যাত্রীর সঙ্গে। তিনি বলেন, তিনি রংপুরে যাওয়ার জন্য এসে জানতে পারেন বাস চলাচল বন্ধ। বাধ্য হয়ে তাঁকে অটোরিকশায় বেশি টাকা ভাড়া দিয়ে যেতে হচ্ছে। 

জোহরাতুন নেছা নামে আরেক ছাত্রী বলেন, আজ দুপুর ১টার দিকে দিনাজপুর সরকারি কলেজে তাঁর স্নাতক প্রথম বর্ষের পরীক্ষা। কিন্তু বাস না পাওয়ায় বাধ্য হয়ে অটোরিকশায় করে পরীক্ষা দিতে যাচ্ছেন। 

এ নিয়ে জানতে চাইলে পার্বতীপুর মোটর মালিক সমিতির সভাপতি এ জেড এম মিনহাজুল ইসলাম বলেন, মো. ফয়জার রহমানের ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মালিক ও শ্রমিকেরা বাস চলাচল বন্ধ রেখেছেন। জড়িতরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। এ নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। 

পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম নুরুল ইসলাম বলেন, ‘মোটর মালিক সমিতির সম্পাদক ফয়জার রহমানের ওপর দুর্বৃত্তদের হামলার কথা শুনেছি। তবে এ নিয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’  

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা