হোম > সারা দেশ > গাইবান্ধা

সরকারের পায়ের তলায় মাটি নেই: দুলু

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

বিএনপির রংপুর বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু পুলিশ বাহিনীর উদ্দেশে বলেছেন, ‘সরকারের পায়ের তলায় মাটি নেই, অতএব আপনারা নিরপেক্ষ থাকেন। আর যদি রাজনীতি করতে হয়, তাহলে পুলিশের পোশাক খুলে রাজনীতি করেন, আপত্তি নাই। মনে রাখবেন, জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়।’ 

আজ শুক্রবার গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গলাকাটি উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। উদ্বোধন করেন গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। 

প্রধান অতিথি আসাদুল হাবীব দুলু বলেন, ‘দেশের জনগণের পাশাপাশি বিশ্বনেতারাও শেখ হাসিনাকে বয়কট করেছে। কোনো সরকারের আমলে বহির্বিশ্বের নিষেধাজ্ঞা আসে নাই, আওয়ামী লীগের আমলে এসেছে।’ 

উপজেলা বিএনপির আহ্বায়ক সাদেকুল ইসলাম নান্নুর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহসভাপতি ফারুক আলম সরকার, কৃষক দলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক সাখাওয়াৎ হোসেন চয়ন, সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা বিএনপির সদস্য মইনুল ইসলাম শামীম, কামরুজ্জামান সোহাগ খান, নাজমুল ইসলাম নয়ন, সম্মেলন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক  শফিউল করিম দোলন। 

সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব ওহিদুল ইসলাম জয়। বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচনের জন্য কাউন্সিলররা ভোটাধিকার প্রয়োগ করেন।

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ