হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, পুলিশের হেফাজতে স্বামী

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে বর্ণা আক্তার (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজিরজাট এলাকার নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। 

নিহত বর্ণা আক্তার বেলপুকুর ইউনিয়নের হাজিরজাট এলাকার বাদশা মিয়ার স্ত্রী। তিনি নীলফামারী সদরের ইটাখোলা ফকিরপাড়ার বেলাল হোসেনের মেয়ে। 

মরদেহ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম। তিনি বলেন, ‘এই ঘটনায় বর্ণার স্বামী আবু বকর সিদ্দিক বাদশাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আইনি কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’ 

নিহতদের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাদশা মিয়ার সঙ্গে বর্ণা আক্তারের পারিবারিকভাবে দুই বছর আগে বিয়ে হয়। গতকাল বৃহস্পতিবার রাতে বর্ণা তাঁর বাবার সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন এ সময়ে হঠাৎ কল কেটে যায়। পরে পরিবারের লোকজন যোগাযোগ করার চেষ্টা করলে বর্ণার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। মধ্যরাতে বর্ণা আক্তারের প্রতিবেশীর মাধ্যমে স্বজনেরা জানতে পারে তিনি মারা গেছেন। পরে তাঁরা ছুটে এসে মরদেহে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে সন্দেহ হলে পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

নিহতের বাবা বেলাল হোসেন বলেন, ‘আমার মেয়েকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আমি এর বিচার চাই।’ এই ঘটনায় তিনি মামলা করবেন বলে জানান।

তারেক রহমানের কাছে যা চাইলেন আবু সাঈদের বাবা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মঞ্চ প্রস্তুত, দলে দলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

লাঙ্গল-নৌকার আসনে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

কাউনিয়ায় ‘ভুয়া মামলায়’ ঋণগ্রহীতাকে হয়রানির অভিযোগ

আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার—বললেন জাপা প্রার্থী

রংপুরে হত্যার মামলায় ৪ আসামির যাবজ্জীবন

নির্বাচনকে ঘিরে দেশে দুটি পক্ষ হয়েছে, একটি সংস্কারের পক্ষে আরেকটি বিপক্ষে: আখতার হোসেন

গণপিটুনিতে নিহত রূপলালের স্ত্রী ও ছেলেকে আসামিদের হুমকি, থানায় অভিযোগ

রূপলাল-প্রদীপ লাল হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার