হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াতের ১০ নেতা-কর্মী গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি

সরকারি কাজে বাধা ও নাশকতার পরিকল্পনার মামলায় ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াতের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার জেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

বিএনপির অভিযোগ, ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় কর্মসূচি ঘিরে নতুন করে গ্রেপ্তার শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে, পুলিশ বলছে, কোনো কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে না। যারা আইনভঙ্গ করছেন তাঁদের শুধু গ্রেপ্তার করে আদালতে তোলা হচ্ছে। 

আদালত ও পুলিশ জানিয়েছে, গতকাল থেকে আজ সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির পাঁচজন নেতা-কর্মী ও জামায়াতের পাঁচজনকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঠাকুরগাঁও বিচারিক আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলার হরিপুর উপজেলার মারাধার ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. মনিরুল ইসলাম, সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়ন বিএনপির সদস্য ফয়জুল ইসলাম মাস্টার, রুহিয়া থানার সেনুয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক
আব্দুল মোমিন, পীরগঞ্জ উপজেলা জাবরহাট ইউনিয়ন যুবদলের সহসভাপতি সোহানুর সেলিম সোহাগ এবং একই ইউনিয়নের বিএনপির সদস্য মো. এনামুল হক। 

অপর দিকে গ্রেপ্তার জামায়াত-শিবির নেতা-কর্মীরা হলেন মহসীন আলী, শামীম হোসেন, এনামুল হক, আব্দুল জব্বার ও লিয়াকত আলী।

ঠাকুরগাঁও আদালতের পুলিশ পরিদর্শক মো. আব্দুল ওয়াহেদ জানান, দুই মামলায় বিএনপি ও জামায়াতের ১০ নেতা-কর্মীকে আদালত তোলা হয়। এরপর আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার