হোম > সারা দেশ > রংপুর

আত্রাই নদীতে নিখোঁজের দুদিন পর যুবকের মরদেহ উদ্ধার 

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের আত্রাই নদীতে ডুবে নিখোঁজ হওয়ার দুদিন পর নাদিম হোসেন (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১০টার দিকে দিনাজপুর সদরের পাঁচবাড়ীর আত্রাই নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। 

নিহত নাদিম হোসেন দিনাজপুর সদর উপজেলার দরবারপুর বীরগাঁও ফকির পাড়ার এনামুল হকের ছেলে। 

দিনাজপুর কোতোয়ালি থানা-পুলিশের উপপরিদর্শক শ্যামল কুমার রায় বলেন, ‘গত শুক্রবার নাদিম হোসেন তাঁর বাড়ির পাশ দিয়ে প্রবাহিত আত্রাই নদীতে গোসল করার সময় ডুবে যান। অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে পাওয়া যায়নি। পরবর্তীতে আজ ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরের ভাটিতে নাদিমের মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।’ 

উপপরিদর্শক আরও বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের আছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’

তারেক রহমানের কাছে যা চাইলেন আবু সাঈদের বাবা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মঞ্চ প্রস্তুত, দলে দলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

লাঙ্গল-নৌকার আসনে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

কাউনিয়ায় ‘ভুয়া মামলায়’ ঋণগ্রহীতাকে হয়রানির অভিযোগ

আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার—বললেন জাপা প্রার্থী

রংপুরে হত্যার মামলায় ৪ আসামির যাবজ্জীবন

নির্বাচনকে ঘিরে দেশে দুটি পক্ষ হয়েছে, একটি সংস্কারের পক্ষে আরেকটি বিপক্ষে: আখতার হোসেন

গণপিটুনিতে নিহত রূপলালের স্ত্রী ও ছেলেকে আসামিদের হুমকি, থানায় অভিযোগ

রূপলাল-প্রদীপ লাল হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার