হোম > সারা দেশ > নীলফামারী

ডোমারে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, গ্রেপ্তার চালক

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তাঁর নাম আহিমন বেগম (৭০)। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার পাগলীমার হাট সড়কের উত্তর মটুকপুর বুদলীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় আজ দুপুর ১টার দিকে বোড়াগাড়ি বাজার থেকে ওই মোটরসাইকেল চালক মিলন ইসলামকে (২৫) আটক করেছে পুলিশ। দুপুরেই নিহত বৃদ্ধার ছেলে আমিজারন রহমান বাদী হয়ে ডোমার থানায় হত্যা মামলা দায়ের করায় মিলনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

নিহত আহিমন বেগম একই এলাকার মৃত বছির উদ্দিনের স্ত্রী। আর গ্রেপ্তার মিলন ইসলাম চিলাহাটির হাজিরহাট এলাকার বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর মটকপুর বুদলীরপাড় এলাকার ভাঙ্গারির দোকানের কর্মচারী আহিমন বেগম চা খাওয়ার জন্য রাস্তার বিপরীত দিকে এক চায়ের দোকানে যাওয়া জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল যোগে মিলন বামুনিয়া থেকে বোড়াগাড়ি বাজার আসার পথে ওই বৃদ্ধাকে ধাক্কা দেয়। এলাকাবাসী বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত