হোম > সারা দেশ > নীলফামারী

ডোমারে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, গ্রেপ্তার চালক

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তাঁর নাম আহিমন বেগম (৭০)। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার পাগলীমার হাট সড়কের উত্তর মটুকপুর বুদলীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় আজ দুপুর ১টার দিকে বোড়াগাড়ি বাজার থেকে ওই মোটরসাইকেল চালক মিলন ইসলামকে (২৫) আটক করেছে পুলিশ। দুপুরেই নিহত বৃদ্ধার ছেলে আমিজারন রহমান বাদী হয়ে ডোমার থানায় হত্যা মামলা দায়ের করায় মিলনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

নিহত আহিমন বেগম একই এলাকার মৃত বছির উদ্দিনের স্ত্রী। আর গ্রেপ্তার মিলন ইসলাম চিলাহাটির হাজিরহাট এলাকার বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর মটকপুর বুদলীরপাড় এলাকার ভাঙ্গারির দোকানের কর্মচারী আহিমন বেগম চা খাওয়ার জন্য রাস্তার বিপরীত দিকে এক চায়ের দোকানে যাওয়া জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল যোগে মিলন বামুনিয়া থেকে বোড়াগাড়ি বাজার আসার পথে ওই বৃদ্ধাকে ধাক্কা দেয়। এলাকাবাসী বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

তারেক রহমানের কাছে যা চাইলেন আবু সাঈদের বাবা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মঞ্চ প্রস্তুত, দলে দলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

লাঙ্গল-নৌকার আসনে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

কাউনিয়ায় ‘ভুয়া মামলায়’ ঋণগ্রহীতাকে হয়রানির অভিযোগ

আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার—বললেন জাপা প্রার্থী

রংপুরে হত্যার মামলায় ৪ আসামির যাবজ্জীবন

নির্বাচনকে ঘিরে দেশে দুটি পক্ষ হয়েছে, একটি সংস্কারের পক্ষে আরেকটি বিপক্ষে: আখতার হোসেন

গণপিটুনিতে নিহত রূপলালের স্ত্রী ও ছেলেকে আসামিদের হুমকি, থানায় অভিযোগ

রূপলাল-প্রদীপ লাল হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার