হোম > সারা দেশ > পঞ্চগড়

প্রধান শিক্ষকের বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জাল করে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি

বিদ্যালয় ম্যানেজিং কমিটি (এসএমসি) সভাপতির স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে অর্থ উত্তোলন করে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষক বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, উপজেলার ৪৭ নম্বর সোনাপাতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এব্যাপারে বিদ্যালয়ের এসএমসির সভাপতি মো. শের আলী পঞ্চগড়ের জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে প্রধান শিক্ষকের অনিয়ম ও স্বেচ্ছাচারিতা উল্লেখ করে পৃথক পৃথক লিখিত অভিযোগ করেছেন। 

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম গাজি বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী মো. আফতাবর রহমানের সহায়তায় সভাপতির স্বাক্ষর জাল করে সোনালী ব্যাংক আটোয়ারী শাখা হতে ছয়টি চেকের মাধ্যমে ১ লাখ ৫৪ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। 

উপজেলা নির্বাহী অফিসার মো. মুসফিকুল আলম হালিমের সঙ্গে কথা বললে তিনি জানান, এসএমসির সভাপতির স্বাক্ষরিত অভিযোগ পেয়েছি। এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তোবারক আলীকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ছাইফুল আলমের সঙ্গে কথা বললে তিনি জানান, এ সম্পর্কিত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয় সমূহের অনুকূলে বিভিন্ন ফান্ডে সরকারি অনুদান প্রাপ্ত হয়। ওই অনুদানের টাকা আমরা স্ব-স্ব বিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাই। পরবর্তীতে বিদ্যালয়ের দৃশ্যমান উন্নয়নমূলক কাজ করে এসএমসির সভায় উপস্থাপন করে সভাপতি ও প্রধান শিক্ষকের যৌথ স্বাক্ষরে ব্যাংক থেকে টাকা ওঠানোর নিয়ম রয়েছে। 

প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম গাজির সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পর ফোন কেটে দিয়ে মোবাইল ফোনটি বন্ধ রাখেন। 

বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী মো. আফতাবর রহমান জানান, প্রধান শিক্ষক আমাকে চেক দিয়েছে আমি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে প্রধান শিক্ষক স্যারকে দিয়েছি। জাল স্বাক্ষরের ব্যাপারে আমি কিছু জানি না। 

এদিকে বিদ্যালয়ের এসএমসির সভাপতি মো. শের আলীর সঙ্গে কথা বললে তিনি জানান, কোভিড-১৯ মহামারির কারণে দীর্ঘ দিন বিদ্যালয় বন্ধ থাকার কারণে এসএমসির কোনো রকম মাসিক সভা না করে এমনকি কমিটির কোনো সদস্যকে না জানিয়ে প্রধান শিক্ষক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী মো. আফতাবর রহমানের সহায়তায় আমার স্বাক্ষর জাল করে সোনালী ব্যাংক, আটোয়ারী শাখায় সভাপতি ও প্রধান শিক্ষকের যৌথ স্বাক্ষরে পরিচালিত সঞ্চয়ী হিসাব নম্বর-১৯০২১০০০০০৮২৪২ হতে বিভিন্ন সময় ছয়টি চেকের মাধ্যমে মোট ১ লাখ ৫৪ হাজার টাকা উত্তোলন করে সম্পূর্ণ অর্থ আত্মসাৎ করেছেন। এব্যাপারে কমিটির কোনো সদস্য অবগত নেই। 

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার