হোম > সারা দেশ > রংপুর

ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী তরুণীর পরিবারকে হুমকি

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

ধর্ষণের অভিযোগে সহোদর দুই ভাইকে গ্রেপ্তার করায় ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়া বাক-প্রতিবন্ধী তরুণীর পরিবার হুমকির মুখে পড়েছে বলে জানা গেছে। মামলা তুলে নেওয়ার জন্য তাদের বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন ওই ভুক্তভোগী পরিবার। 

থানা-পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার লতিবপুর এলাকায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক তরুণী অসুস্থ হয়ে পড়লে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা করে তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পড়ে। চিকিৎসকের দেওয়া তথ্যমতে, বাক প্রতিবন্ধী তরুণী ৮ মাসের অন্তঃসত্ত্বা। তার এ অবস্থার জন্য ওই তরুণী প্রতিবেশী মোকছেদুল হক নামে এক যুবককে দায়ী করে। 

আরও জানা যায়, মোকছেদুল লতিবপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে। আফজাল হোসেনের দাবি, বাক প্রতিবন্ধীর পরিবারের লোকজন তাঁর ছেলে মোকছেদুল হককে ফাঁসানো হচ্ছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইউপি সদস্য বলেন, ‘মেয়ের পরিবার তাঁর কাছে গিয়েছিল। বাক প্রতিবন্ধী তরুণী অন্তঃসত্ত্বা হয়েছে। এ জন্য কে বা কারা দায়ী বলা কঠিন।’ 

এ বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ‘ইতিমধ্যে ধর্ষণের ঘটনায় মামলা নিয়ে ধর্ষণের অভিযোগে মোকছেদুল হক ও হুমকি দেওয়ার জন্য তাঁর ভাই কে গ্রেপ্তার করা হয়েছে।’ 

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু