হোম > সারা দেশ > রংপুর

ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী তরুণীর পরিবারকে হুমকি

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

ধর্ষণের অভিযোগে সহোদর দুই ভাইকে গ্রেপ্তার করায় ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়া বাক-প্রতিবন্ধী তরুণীর পরিবার হুমকির মুখে পড়েছে বলে জানা গেছে। মামলা তুলে নেওয়ার জন্য তাদের বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন ওই ভুক্তভোগী পরিবার। 

থানা-পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার লতিবপুর এলাকায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক তরুণী অসুস্থ হয়ে পড়লে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা করে তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পড়ে। চিকিৎসকের দেওয়া তথ্যমতে, বাক প্রতিবন্ধী তরুণী ৮ মাসের অন্তঃসত্ত্বা। তার এ অবস্থার জন্য ওই তরুণী প্রতিবেশী মোকছেদুল হক নামে এক যুবককে দায়ী করে। 

আরও জানা যায়, মোকছেদুল লতিবপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে। আফজাল হোসেনের দাবি, বাক প্রতিবন্ধীর পরিবারের লোকজন তাঁর ছেলে মোকছেদুল হককে ফাঁসানো হচ্ছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইউপি সদস্য বলেন, ‘মেয়ের পরিবার তাঁর কাছে গিয়েছিল। বাক প্রতিবন্ধী তরুণী অন্তঃসত্ত্বা হয়েছে। এ জন্য কে বা কারা দায়ী বলা কঠিন।’ 

এ বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ‘ইতিমধ্যে ধর্ষণের ঘটনায় মামলা নিয়ে ধর্ষণের অভিযোগে মোকছেদুল হক ও হুমকি দেওয়ার জন্য তাঁর ভাই কে গ্রেপ্তার করা হয়েছে।’ 

তারেক রহমানের কাছে যা চাইলেন আবু সাঈদের বাবা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মঞ্চ প্রস্তুত, দলে দলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

লাঙ্গল-নৌকার আসনে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

কাউনিয়ায় ‘ভুয়া মামলায়’ ঋণগ্রহীতাকে হয়রানির অভিযোগ

আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার—বললেন জাপা প্রার্থী

রংপুরে হত্যার মামলায় ৪ আসামির যাবজ্জীবন

নির্বাচনকে ঘিরে দেশে দুটি পক্ষ হয়েছে, একটি সংস্কারের পক্ষে আরেকটি বিপক্ষে: আখতার হোসেন

গণপিটুনিতে নিহত রূপলালের স্ত্রী ও ছেলেকে আসামিদের হুমকি, থানায় অভিযোগ

রূপলাল-প্রদীপ লাল হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার