হোম > সারা দেশ > রংপুর

ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী তরুণীর পরিবারকে হুমকি

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

ধর্ষণের অভিযোগে সহোদর দুই ভাইকে গ্রেপ্তার করায় ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়া বাক-প্রতিবন্ধী তরুণীর পরিবার হুমকির মুখে পড়েছে বলে জানা গেছে। মামলা তুলে নেওয়ার জন্য তাদের বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন ওই ভুক্তভোগী পরিবার। 

থানা-পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার লতিবপুর এলাকায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক তরুণী অসুস্থ হয়ে পড়লে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা করে তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পড়ে। চিকিৎসকের দেওয়া তথ্যমতে, বাক প্রতিবন্ধী তরুণী ৮ মাসের অন্তঃসত্ত্বা। তার এ অবস্থার জন্য ওই তরুণী প্রতিবেশী মোকছেদুল হক নামে এক যুবককে দায়ী করে। 

আরও জানা যায়, মোকছেদুল লতিবপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে। আফজাল হোসেনের দাবি, বাক প্রতিবন্ধীর পরিবারের লোকজন তাঁর ছেলে মোকছেদুল হককে ফাঁসানো হচ্ছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইউপি সদস্য বলেন, ‘মেয়ের পরিবার তাঁর কাছে গিয়েছিল। বাক প্রতিবন্ধী তরুণী অন্তঃসত্ত্বা হয়েছে। এ জন্য কে বা কারা দায়ী বলা কঠিন।’ 

এ বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ‘ইতিমধ্যে ধর্ষণের ঘটনায় মামলা নিয়ে ধর্ষণের অভিযোগে মোকছেদুল হক ও হুমকি দেওয়ার জন্য তাঁর ভাই কে গ্রেপ্তার করা হয়েছে।’ 

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ