হোম > সারা দেশ > রংপুর

সৈয়দপুর হাসপাতাল ২৫০ শয্যা করার বিবেচনায় আছে: স্বাস্থ্যমন্ত্রী

নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামান্ত লাল সেন বলেছেন, ‘সৈয়দপুরে ১০০ শয্যার হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার বিষয়টি বিবেচনায় রয়েছে। এ ছাড়া হাসপাতালের লোকবল সংকট নিরসন, ইকুইপমেন্ট ও নতুন অ্যাম্বুলেন্সের সমস্যা শিগগিরই সমাধান করা হবে।’ 

আজ রোববার সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল পরিদর্শনে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতালটির ব্যাপারে আমি সবকিছু অবগত আছি।’ এসব ব্যাপারে স্থানীয় সংসদ সদস্যকে তাঁর মন্ত্রণালয়ে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি। 

এর আগে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী স্বাগত জানান সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক, জেলা সিভিল সার্জন হাসিবুর রহমান ও হাসপাতালের তত্ত্বাবধায়ক নাজমুল হুদা। পরে মন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, ওষুধ ডিপোসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। 

এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গির আলম, মহাপরিচালক এবিএম খুরশিদ আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই আলম সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন মণ্ডল মিঠু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু মো. আলেমুল বাশারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তারেক রহমানের কাছে যা চাইলেন আবু সাঈদের বাবা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মঞ্চ প্রস্তুত, দলে দলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

লাঙ্গল-নৌকার আসনে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

কাউনিয়ায় ‘ভুয়া মামলায়’ ঋণগ্রহীতাকে হয়রানির অভিযোগ

আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার—বললেন জাপা প্রার্থী

রংপুরে হত্যার মামলায় ৪ আসামির যাবজ্জীবন

নির্বাচনকে ঘিরে দেশে দুটি পক্ষ হয়েছে, একটি সংস্কারের পক্ষে আরেকটি বিপক্ষে: আখতার হোসেন

গণপিটুনিতে নিহত রূপলালের স্ত্রী ও ছেলেকে আসামিদের হুমকি, থানায় অভিযোগ

রূপলাল-প্রদীপ লাল হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার