হোম > সারা দেশ > রংপুর

সৈয়দপুর হাসপাতাল ২৫০ শয্যা করার বিবেচনায় আছে: স্বাস্থ্যমন্ত্রী

নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামান্ত লাল সেন বলেছেন, ‘সৈয়দপুরে ১০০ শয্যার হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার বিষয়টি বিবেচনায় রয়েছে। এ ছাড়া হাসপাতালের লোকবল সংকট নিরসন, ইকুইপমেন্ট ও নতুন অ্যাম্বুলেন্সের সমস্যা শিগগিরই সমাধান করা হবে।’ 

আজ রোববার সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল পরিদর্শনে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতালটির ব্যাপারে আমি সবকিছু অবগত আছি।’ এসব ব্যাপারে স্থানীয় সংসদ সদস্যকে তাঁর মন্ত্রণালয়ে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি। 

এর আগে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী স্বাগত জানান সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক, জেলা সিভিল সার্জন হাসিবুর রহমান ও হাসপাতালের তত্ত্বাবধায়ক নাজমুল হুদা। পরে মন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, ওষুধ ডিপোসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। 

এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গির আলম, মহাপরিচালক এবিএম খুরশিদ আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই আলম সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন মণ্ডল মিঠু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু মো. আলেমুল বাশারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ