হোম > সারা দেশ > রংপুর

পীরগঞ্জে ধর্মীয় উসকানিমূলক পোস্টদাতা পরিতোষ জয়পুরহাটে গ্রেপ্তার

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

পীরগঞ্জে ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক পোস্টদাতা পরিতোষ সরকারকে (১৮) পুলিশ গ্রেপ্তার করেছে। আজ সোমবার রাতে জয়পুরহাট জেলা শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। 

জানা গেছে, গত রোববার রাতে উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর কসবা হিন্দু পল্লি মাঝিপাড়ার প্রশান্ত সরকারের ছেলে পরিতোষ সরকার ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে রাত ১০টার পর বিক্ষুব্ধ জনতা কসবা হিন্দু পল্লি মাঝিপাড়ায় পরিতোষ সরকারের বাড়ি ঘেরাও করে। তার আগেই পরিতোষের পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এরপর বিক্ষুব্ধ জনতা হিন্দু পল্লিতে বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাটের পর ২৫টি বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এ সময় হিন্দুরা জীবনের ভয়ে বাড়ি ঘর ছেড়ে আশপাশের জঙ্গল, বাঁশঝাড় ও ধানখেতে আশ্রয় নেয়। 

ওই ঘটনায় পীরগঞ্জ থানার এসআই একেএম ইসমাইল হোসেন বাদী হয়ে ৫০০ জনকে আসামি করে ২টি মামলা করেন। হামলা, লুটপাট ও অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগে রোববার রাত ও সোমবার দিনব্যাপী ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার একমাত্র আসামি পরিতোষ সরকারকে জয়পুরহাট জেলা শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলাটির তদন্ত কর্মকর্তা থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, মামলাটি হওয়ার পরই অভিযান চালিয়ে একমাত্র আসামি পরিতোষকে গ্রেপ্তার করা হয়েছে। 

রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন, পীরগঞ্জে বিনা উসকানিতে নিরীহদের বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় পুলিশের করা ২টি মামলায় ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার