হোম > সারা দেশ > রংপুর

পীরগঞ্জে ধর্মীয় উসকানিমূলক পোস্টদাতা পরিতোষ জয়পুরহাটে গ্রেপ্তার

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

পীরগঞ্জে ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক পোস্টদাতা পরিতোষ সরকারকে (১৮) পুলিশ গ্রেপ্তার করেছে। আজ সোমবার রাতে জয়পুরহাট জেলা শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। 

জানা গেছে, গত রোববার রাতে উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর কসবা হিন্দু পল্লি মাঝিপাড়ার প্রশান্ত সরকারের ছেলে পরিতোষ সরকার ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে রাত ১০টার পর বিক্ষুব্ধ জনতা কসবা হিন্দু পল্লি মাঝিপাড়ায় পরিতোষ সরকারের বাড়ি ঘেরাও করে। তার আগেই পরিতোষের পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এরপর বিক্ষুব্ধ জনতা হিন্দু পল্লিতে বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাটের পর ২৫টি বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এ সময় হিন্দুরা জীবনের ভয়ে বাড়ি ঘর ছেড়ে আশপাশের জঙ্গল, বাঁশঝাড় ও ধানখেতে আশ্রয় নেয়। 

ওই ঘটনায় পীরগঞ্জ থানার এসআই একেএম ইসমাইল হোসেন বাদী হয়ে ৫০০ জনকে আসামি করে ২টি মামলা করেন। হামলা, লুটপাট ও অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগে রোববার রাত ও সোমবার দিনব্যাপী ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার একমাত্র আসামি পরিতোষ সরকারকে জয়পুরহাট জেলা শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলাটির তদন্ত কর্মকর্তা থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, মামলাটি হওয়ার পরই অভিযান চালিয়ে একমাত্র আসামি পরিতোষকে গ্রেপ্তার করা হয়েছে। 

রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন, পীরগঞ্জে বিনা উসকানিতে নিরীহদের বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় পুলিশের করা ২টি মামলায় ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড