হোম > সারা দেশ > দিনাজপুর

ইউএস বাংলা-নভোএয়ার দেশের প্রতিনিধিত্ব করছে: নৌপ্রতিমন্ত্রী

বিরল (দিনাজপুর) প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশের সড়ক, রেল, নৌ ও আকাশপথে যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। যার সুফল পাচ্ছে দেশবাসী। সরকারি বিমানের পাশাপাশি ইউএস বাংলা ও নভোএয়ার বিদেশে দেশের পতাকা বহন করে দেশের প্রতিনিধিত্ব করছে। সবই সহজ হয়েছে শেখ হাসিনা সরকারের আমলে। 

শনিবার বিকেলে দিনাজপুরের বিরল উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয় মাঠে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে তিনি বিরলের রামপুর উচ্চ বিদ্যালয় ও কানাইবাড়ী উচ্চ বিদ্যালয়ের ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এর আগে, বীর মুক্তিযোদ্ধা অমল চন্দ্র রায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানেও যোগদান করেন তিনি। 

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘কিছু রাজনৈতিক দল অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশের অবস্থা নাকি শ্রীলঙ্কার মতো হবে। তারা কখনোই বাংলাদেশের মঙ্গল চায় না, তারা চায় বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হোক।’ 

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিশ্বের কঠিন অবস্থায় শ্রীলঙ্কার ব্যবস্থাপনায় ভুল ছিল, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক ব্যবস্থাপনায় দেশ পরিচালনা করছেন। তাই শ্রীলঙ্কার মতো অবস্থা বাংলাদেশের হওয়ার কোনো আশঙ্কা নেই। এই কঠিন অবস্থাতেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আগামী মাসেই পদ্মাসেতু উদ্বোধন হতে যাচ্ছে।’ 

রামপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রমাকান্ত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা মোহসীন আলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী শাহীনুর ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা আফছানা কাওছার, বিরল পৌরসভার মেয়র সবুজার সিদ্দিক সাগর, স্থানীয় চেয়ারম্যান মামনুর রশীদ প্রমুখ।

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার