হোম > সারা দেশ > রংপুর

কিশোরকে সুচ ফুটিয়ে নির্যাতন: অবশেষে মামলা নিল পুলিশ

কুড়িগ্রাম প্রতিনিধি

চিলমারী মডেল থানা। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় এক কিশোরকে নির্যাতনের ঘটনায় অবশেষে মামলা নিয়েছে পুলিশ। আজ শুক্রবার (১৯ জুন) রাতে মামলা নথিভুক্ত হয়। চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্যাতনের শিকার কিশোর (১৭) উপজেলার চিলমারী ইউনিয়নের শাখাহাতি ঢুষমারা এলাকার বাসিন্দা। তার সঙ্গে একই ইউনিয়নের এক কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে জানা গেছে। ১০ জুন ওই কিশোরকে ঘরে আটকে রেখে বর্বর ও পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে কিশোরীর পরিবারের বিরুদ্ধে। পরে গুরুতর আহত ওই কিশোরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন। কিশোরের শরীরের বিশেষ অঙ্গসহ বিভিন্ন স্থানে সুচ ফুটিয়ে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার বাবা।

এ ঘটনায় ১৫ জুন ভুক্তভোগী কিশোরের বাবা বাদী হয়ে কিশোরীর জ্যাঠাসহ সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫-৭ জনের বিরুদ্ধে চিলমারী মডেল থানায় এজাহার দায়ের করেন। কিন্তু নানা বাহানায় মামলা নিতে বিলম্ব করে থানা-পুলিশ। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে পুলিশ সুপারের হস্তক্ষেপে শুক্রবার রাতে মামলা নথিভুক্ত করেন ওসি।

চিলমারী মডেল থানার ওসি আব্দুর রহিম বলেন, মামলা নথিভুক্ত করা হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান চলমান।

তারেক রহমানের কাছে যা চাইলেন আবু সাঈদের বাবা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মঞ্চ প্রস্তুত, দলে দলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

লাঙ্গল-নৌকার আসনে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

কাউনিয়ায় ‘ভুয়া মামলায়’ ঋণগ্রহীতাকে হয়রানির অভিযোগ

আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার—বললেন জাপা প্রার্থী

রংপুরে হত্যার মামলায় ৪ আসামির যাবজ্জীবন

নির্বাচনকে ঘিরে দেশে দুটি পক্ষ হয়েছে, একটি সংস্কারের পক্ষে আরেকটি বিপক্ষে: আখতার হোসেন

গণপিটুনিতে নিহত রূপলালের স্ত্রী ও ছেলেকে আসামিদের হুমকি, থানায় অভিযোগ

রূপলাল-প্রদীপ লাল হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার