হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে নীলগাই হত্যা মামলায় ৯ আসামির বিরুদ্ধে সমন জারি

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার মন্ডলপাড়া এলাকায় নীলগাই হত্যায় নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র অবশেষে আমলে নিয়েছেন আদালত। শুনানি শেষে বিচারক ৯ আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন। আজ মঙ্গলবার ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আরিফুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন।

গত বছর ২১ নভেম্বর নয়জনের বিরুদ্ধে বন্যপ্রাণী হত্যার অভিযোগ এনে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। যাদের বিরুদ্ধে বন্যপ্রাণী হত্যার অভিযোগ আনা হয়েছে তারা হলেন, ওই গ্রামের সিরাজুল ইসলাম, মোবারক হোসেন, একরামুল, আব্দুল খালেক, সুমন হোসেন, মাসুম রেজা ও মো. একরামুল হক।

রানীশংকৈল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘নীলগাই হত্যার বিষয়টি আদালতে উত্থাপন করা হয়। শুনানির পর আদালত অভিযোগপত্রটি মামলা হিসেবে গ্রহণ করেছেন।’ 

তদন্ত কর্মকর্তা আরও বলেন, ‘বন্যপ্রাণী হত্যার অপরাধ না জেনে সচেতনতার অভাবে গ্রামবাসীরা নীলগাইটিকে মাংস খাওয়ার উদ্দেশে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে।’

উল্লেখ্য, ২০২২ সালের ১২ মে ধর্মগড় সীমান্ত দিয়ে নীলগাইটি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। এরপর বিরল প্রজাতির এই প্রাণীটি মন্ডলপাড়া গ্রামে ছোটাছুটি করছিল। গ্রামবাসী সেটিকে দেখতে পেয়ে ধাওয়া দিয়ে ধরে ফেলেন। পরে তাঁরা নীলগাইটি জবাই করেন। ঘটনা তদন্ত শেষে রাণীশংকৈল থানায় জিডি করেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর বন্য প্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ