হোম > সারা দেশ > রংপুর

জুলাই আন্দোলনে সহিংসতা: বেরোবির মামলায় ২ সহকারী রেজিস্ট্রার কারাগারে

রংপুর প্রতিনিধি

রাফিউল হাসান ও মোক্তারুল ইসলাম। ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনে সহিংসতার ঘটনায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই সহকারী রেজিস্ট্রারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (প্রক্টর কার্যালয়) রাফিউল হাসান ও সহকারী রেজিস্ট্রার (ডেসপাস শাখা) মোকতারুল ইসলাম। এর মধ্যে নগরীর গণেশপুর এলাকার বাসা থেকে রাফিউল হাসানকে ও বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির সামনে মোকতারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে তাজহাট থানার উপপরিদর্শক (এসআই) মোসাদ্দেকুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যায় মোকতারুল ইসলামকে ও গভীর রাতে রাফিউল হাসানকে গ্রেপ্তার করা হয়।

রাফিউল হাসানের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মামলাসহ বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় কয়েকটি মামলা আছে। গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। গতকাল বাসায় থাকার তথ্য পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বুধবার জুলাই আন্দোলনে সহিংসতার ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হারুন অর রশিদ বাদী হয়ে থানায় মামলা করেন। পরে রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

মামলায় ৭১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে বেরোবি শাখা ছাত্রলীগের ৩৬ জন, দুজন শিক্ষক, ১৩ কর্মকর্তা-কর্মচারী, পুলিশ আটজন ও বহিরাগত ১২ জনকে আসামি করা হয়।

এ বিষয়ে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সর্দার আজকের পত্রিকাকে বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের মামলায় অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয়ের দুজন সহকারী রেজিস্ট্রারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তারেক রহমানের কাছে যা চাইলেন আবু সাঈদের বাবা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মঞ্চ প্রস্তুত, দলে দলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

লাঙ্গল-নৌকার আসনে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

কাউনিয়ায় ‘ভুয়া মামলায়’ ঋণগ্রহীতাকে হয়রানির অভিযোগ

আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার—বললেন জাপা প্রার্থী

রংপুরে হত্যার মামলায় ৪ আসামির যাবজ্জীবন

নির্বাচনকে ঘিরে দেশে দুটি পক্ষ হয়েছে, একটি সংস্কারের পক্ষে আরেকটি বিপক্ষে: আখতার হোসেন

গণপিটুনিতে নিহত রূপলালের স্ত্রী ও ছেলেকে আসামিদের হুমকি, থানায় অভিযোগ

রূপলাল-প্রদীপ লাল হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার