হোম > সারা দেশ > রংপুর

জুলাই আন্দোলনে সহিংসতা: বেরোবির মামলায় ২ সহকারী রেজিস্ট্রার কারাগারে

রংপুর প্রতিনিধি

রাফিউল হাসান ও মোক্তারুল ইসলাম। ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনে সহিংসতার ঘটনায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই সহকারী রেজিস্ট্রারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (প্রক্টর কার্যালয়) রাফিউল হাসান ও সহকারী রেজিস্ট্রার (ডেসপাস শাখা) মোকতারুল ইসলাম। এর মধ্যে নগরীর গণেশপুর এলাকার বাসা থেকে রাফিউল হাসানকে ও বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির সামনে মোকতারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে তাজহাট থানার উপপরিদর্শক (এসআই) মোসাদ্দেকুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যায় মোকতারুল ইসলামকে ও গভীর রাতে রাফিউল হাসানকে গ্রেপ্তার করা হয়।

রাফিউল হাসানের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মামলাসহ বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় কয়েকটি মামলা আছে। গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। গতকাল বাসায় থাকার তথ্য পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বুধবার জুলাই আন্দোলনে সহিংসতার ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হারুন অর রশিদ বাদী হয়ে থানায় মামলা করেন। পরে রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

মামলায় ৭১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে বেরোবি শাখা ছাত্রলীগের ৩৬ জন, দুজন শিক্ষক, ১৩ কর্মকর্তা-কর্মচারী, পুলিশ আটজন ও বহিরাগত ১২ জনকে আসামি করা হয়।

এ বিষয়ে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সর্দার আজকের পত্রিকাকে বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের মামলায় অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয়ের দুজন সহকারী রেজিস্ট্রারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ