হোম > সারা দেশ > গাইবান্ধা

পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ পালাল আসামি

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পিকআপ থেকে নামানোর সময় অপহরণ মামলার গ্রেপ্তার আসামি শামিউল ইসলাম (২৭) হাতকড়াসহ পালিয়ে গেছেন। আজ মঙ্গলবার ভোরে গোবিন্দগঞ্জ থানার সামনে এ ঘটনা ঘটে। এর আগে গত শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়।

শামিউল ইসলাম উপজেলার নাকাই ইউনিয়নের বালুয়াপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে।

পুলিশ জানায়, শামিউলের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় এক মেয়েকে অপহরণের মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার তাঁকে চাঁদপুরের মতলব থেকে গ্রেপ্তার করা হয়। আজ ভোরে আসামিকে নিয়ে গোবিন্দগঞ্জ এসে পৌঁছে পুলিশ। পরে থানার সামনে পিকআপ থেকে আসামিকে নামানোর সময় পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যান শামিউল।

অপহরণের শিকার ওই মেয়ের বাবা মো. খলিবর বলেন, ‘আমার বড় মেয়ে রুপালি বেগমের সঙ্গে পাঁচ বছর আগে শামিউলের বিয়ে হয়। কিছুদিন থেকে আমার ছোট মেয়ের ওপর তার কুনজর পড়ে। এমনকি নিজ শ্যালিকাকে প্রেম নিবেদনও করে। এ সময় আমার ছোট মেয়ে অসম্মতি জানিয়ে আমাদের বিষয়টি জানায়। এ বিষয়ে আমি প্রশ্ন তুললে জামাই শামিউল আমার ছোট মেয়েকে অপহরণের হুমকি দেয়।

‘পরে গত ১২ মে স্কুল থেকে ফেরার পথে শামিউল কয়েকজন সঙ্গী নিয়ে আমার ছোট মেয়েকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ বিষয়ে শুক্রবার গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে চাঁদপুরের মতলব থেকে আমার মেয়েকে উদ্ধার এবং আসামি শামিউলকে গ্রেপ্তার করে থানা-পুলিশ।’

গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা চলছে। এ ঘটনায় কর্তব্য অবহেলার বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা