হোম > সারা দেশ > গাইবান্ধা

পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ পালাল আসামি

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পিকআপ থেকে নামানোর সময় অপহরণ মামলার গ্রেপ্তার আসামি শামিউল ইসলাম (২৭) হাতকড়াসহ পালিয়ে গেছেন। আজ মঙ্গলবার ভোরে গোবিন্দগঞ্জ থানার সামনে এ ঘটনা ঘটে। এর আগে গত শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়।

শামিউল ইসলাম উপজেলার নাকাই ইউনিয়নের বালুয়াপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে।

পুলিশ জানায়, শামিউলের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় এক মেয়েকে অপহরণের মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার তাঁকে চাঁদপুরের মতলব থেকে গ্রেপ্তার করা হয়। আজ ভোরে আসামিকে নিয়ে গোবিন্দগঞ্জ এসে পৌঁছে পুলিশ। পরে থানার সামনে পিকআপ থেকে আসামিকে নামানোর সময় পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যান শামিউল।

অপহরণের শিকার ওই মেয়ের বাবা মো. খলিবর বলেন, ‘আমার বড় মেয়ে রুপালি বেগমের সঙ্গে পাঁচ বছর আগে শামিউলের বিয়ে হয়। কিছুদিন থেকে আমার ছোট মেয়ের ওপর তার কুনজর পড়ে। এমনকি নিজ শ্যালিকাকে প্রেম নিবেদনও করে। এ সময় আমার ছোট মেয়ে অসম্মতি জানিয়ে আমাদের বিষয়টি জানায়। এ বিষয়ে আমি প্রশ্ন তুললে জামাই শামিউল আমার ছোট মেয়েকে অপহরণের হুমকি দেয়।

‘পরে গত ১২ মে স্কুল থেকে ফেরার পথে শামিউল কয়েকজন সঙ্গী নিয়ে আমার ছোট মেয়েকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ বিষয়ে শুক্রবার গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে চাঁদপুরের মতলব থেকে আমার মেয়েকে উদ্ধার এবং আসামি শামিউলকে গ্রেপ্তার করে থানা-পুলিশ।’

গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা চলছে। এ ঘটনায় কর্তব্য অবহেলার বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

তারেক রহমানের কাছে যা চাইলেন আবু সাঈদের বাবা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মঞ্চ প্রস্তুত, দলে দলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

লাঙ্গল-নৌকার আসনে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

কাউনিয়ায় ‘ভুয়া মামলায়’ ঋণগ্রহীতাকে হয়রানির অভিযোগ

আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার—বললেন জাপা প্রার্থী

রংপুরে হত্যার মামলায় ৪ আসামির যাবজ্জীবন

নির্বাচনকে ঘিরে দেশে দুটি পক্ষ হয়েছে, একটি সংস্কারের পক্ষে আরেকটি বিপক্ষে: আখতার হোসেন

গণপিটুনিতে নিহত রূপলালের স্ত্রী ও ছেলেকে আসামিদের হুমকি, থানায় অভিযোগ

রূপলাল-প্রদীপ লাল হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার