হোম > সারা দেশ > রংপুর

চালু হয়েছে বাংলাবান্ধা স্থলবন্দর

প্রতিনিধি

তেঁতুলিয়া: করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট ও ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ রোধে পাঁচ দিন বন্ধ থাকার পর দেশের একমাত্র চারদেশীয় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। 

আজ শনিবার (৫ জুন) দুপুরে পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা এ তথ্য নিশ্চিত করেন। 

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে ভারত, নেপাল ও ভুটান থেকে পাথর আমদানি না হলেও বেলা ১১টার পর থেকে দেশগুলো থেকে ভুট্টাসহ বিভিন্ন কৃষি পণ্য নিয়ে কিছু ট্রাক ভারতের ফুলবাড়ি-বাংলাবান্ধা স্থলবন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এবন্দরে পাথরের আমদানি বেশি হলেও এখন পর্যন্ত পাথরের কোন ট্রাক বন্দর দিয়ে দেশে প্রবেশ করতে দেখা যায়নি। 

ভারতে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ও ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ এড়াতে স্থানীয়দের চাপে মুখে ৩১ মে থেকে ৩ জুন মোট ৪ দিন বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ করে দেয় বন্দর ব্যবসায়ীরা। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় আজ শনিবার থেকে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম চালু হলো। তবে বন্দর দিয়ে পাথর আমদানি হবে কি না বিষয়ে কোন সিদ্ধান্তের কথা এখনো জানায়নি ব্যবসায়ীরা। 

এ বিষয়ে পঞ্চগড় আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা বলেন, শনিবার সকাল থেকে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী ভারতীয় গেট খোলা হয়েছে। পূর্বের মতো আগে রপ্তানি হবে এবং পরে আমদানি শুরু হবে। 

তিনি বলেন, আজকে পাথর সম্ভবত ঢুকবে না, শুধু কমার্শিয়াল ঢুকবে কারণ পাথরের গাড়ি টেন্ডার করা নাই। আজকে টেন্ডার হলে কালকে ঢুকবে পাথর। 

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার