হোম > সারা দেশ > রংপুর

মধ‍্যরাতের সংবাদ সম্মেলনই বলে দেয় অবস্থা কতটা ভয়াবহ: দুদু

রংপুর প্রতিনিধি

রংপুরে ‘জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক শিক্ষা’ শীর্ষক আলোচনা সভায় দুদু। ছবি: আজকের পত্রিকা

বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শামসুজ্জামান দুদু বলেছেন, মধ‍্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ সম্মেলনই বলে দেয় বর্তমান অন্তর্বর্তী সরকারের অবস্থা কতটা ভয়াবহ।

আজ সোমবার রংপুর মহানগরীর দর্শনা বাছিরন নেছা স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক শিক্ষা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট, রংপুরের সন্তান ড. আব্দুল্লাহ আল মামুনকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শামসুজ্জামান দুদু বলেন, ‘নৌবাহিনীর ঘাঁটিতে দুষ্কৃতকারীরা আক্রমণ করে। সেটি আমাদের দেখতে হয়; এর থেকে পরিতাপের বিষয় বাংলাদেশে দ্বিতীয়টি নেই।’

শামসুজ্জামান দুদু আরও বলেন, ‘আমরা এই সরকারের এখনো পদত্যাগ দাবি করিনি; কিন্তু পরিস্থিতি উন্নতি না হলে মানুষ এই অবস্থা সহজে মেনে নেবে না। এ জন্য আমাদের বক্তব্য খুব স্পষ্ট, যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার এই ভূখণ্ডকে মানুষের বসবাসের উপযোগী করবে, এটা আমরা প্রত‍্যাশা করি।’

অনুষ্ঠানে আমন্ত্রক হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের বৈষম্যবিরোধী নাগরিক ঐক্য কমিটির আহ্বায়ক মো. সামসুজ্জামান সামু, বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।

তারেক রহমানের কাছে যা চাইলেন আবু সাঈদের বাবা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মঞ্চ প্রস্তুত, দলে দলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

লাঙ্গল-নৌকার আসনে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

কাউনিয়ায় ‘ভুয়া মামলায়’ ঋণগ্রহীতাকে হয়রানির অভিযোগ

আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার—বললেন জাপা প্রার্থী

রংপুরে হত্যার মামলায় ৪ আসামির যাবজ্জীবন

নির্বাচনকে ঘিরে দেশে দুটি পক্ষ হয়েছে, একটি সংস্কারের পক্ষে আরেকটি বিপক্ষে: আখতার হোসেন

গণপিটুনিতে নিহত রূপলালের স্ত্রী ও ছেলেকে আসামিদের হুমকি, থানায় অভিযোগ

রূপলাল-প্রদীপ লাল হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার