হোম > সারা দেশ > রংপুর

সাপের দংশনে সাপুড়ের মৃত্যু, রাতভর লাশে ঝাড়ফুঁক

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

দিনাজপুরের খানসামায় সাপের দংশনে শাকিল ইসলাম (৩১) নামের সাপুড়ের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার খামারপাড়া ইউনিয়নের গারপাড়া পেশার মেম্বারপাড়া এলাকায় ওই ব্যক্তি তাঁর নিজ বাড়িতে দংশনের শিকার হন। এ দিন সন্ধ্যায় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে লাশ বাড়ি নিয়ে রাতভর ওঝা-কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক করানো হয়।

নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, শাকিল পেশায় একজন সাপুড়ে ছিলেন। বিভিন্ন ধরনের সাপ নিয়ে খেলা করতেন। গত রমজানের আগে তিনি একটি গোখরা সাপ ধরে এনে বাড়িতে লালনপালন করেন। গতকাল দুপুরে সাপটি তাঁকে দংশন করে। প্রথমে শাকিল বিষয়টি গোপন রেখে নিজেই বিষ নামানোর চেষ্টা করেন। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাঁকে একজন কবিরাজের কাছে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গতকাল সন্ধ্যায় মৃত ঘোষণা করেন। তবে চিকিৎসক মৃত ঘোষণার পরও পরিবারের সদস্যরা বিশ্বাস করেন, হয়তো শাকিলের প্রাণ ফিরে আসবে। সেই বিশ্বাসে নিজবাড়িতে রাতভর ওঝা ও কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক করানো হয়। পরে আজ বুধবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

এলাকাবাসী জানান, এর আগেও পোষা ওই সাপটি শাকিলকে কামড় দিয়েছিল, তবে সে সময় বড় কোনো সমস্যা হয়নি। কিন্তু এবার সাপটির কামড়ই প্রাণঘাতী হয়। শাকিলকে কামড় দেওয়া সাপটি পরে উত্তেজিত জনতা মেরে ফেলে।

বিষয়টি নিশ্চিত করে খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক চৌধুরী বলেন, ‘শাকিলকে বহু বছর ধরে চিনি। অনেকবার তাকে সাপ নিয়েও খেলা করতে দেখেছি। কিন্তু দুঃখজনকভাবে সেই সাপ খেলাই শাকিলের জীবনের ইতি টানল।’

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু