হোম > সারা দেশ > রংপুর

কাউনিয়ায় মানস নদী থেকে মরদেহ উদ্ধার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তার শাখা মানস নদী থেকে শাহজাহান আলী (৫২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের আরাজী হরিশ্বর মৌলভীবাজার সংলগ্ন তিস্তার মানস নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

শাহজাহান আলী উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভুতছাড়া গ্রামের মৃত খাজিয়ার রহমানের ছেলে। 

বালাপাড়া ইউনিয়ন বিট ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) সাজু মিয়া জানান, ওই ব্যক্তি বুধবার ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। সন্ধ্যায় আরাজী হরিশ্বর মৌলভীবাজার সংলগ্ন তিস্তার মানস নদীতে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর তার পরিচয় শনাক্ত করে। 

নিহতের স্ত্রী ফোলেরা বেগম বলেন, তার স্বামী দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছেন। প্রতিদিনের মতো আজ বুধবার ভোরে বাড়ি থেকে বের হন। সন্ধ্যায় খবর পাই নদীতে পড়ে মারা গেছেন। মানস নদীর উত্তর প্রান্তে আত্মীয়ের বাড়ি আছে। হয়তো নদীর ওই পাড়ে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে কাঠের সাঁকো পার হওয়ার সময় নদীতে পড়ে গিয়ে মারা যেতে পারে। 

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল-সি) আশরাফুল আলম পলাশ। 

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন