হোম > সারা দেশ > রংপুর

কাউনিয়ায় মানস নদী থেকে মরদেহ উদ্ধার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তার শাখা মানস নদী থেকে শাহজাহান আলী (৫২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের আরাজী হরিশ্বর মৌলভীবাজার সংলগ্ন তিস্তার মানস নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

শাহজাহান আলী উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভুতছাড়া গ্রামের মৃত খাজিয়ার রহমানের ছেলে। 

বালাপাড়া ইউনিয়ন বিট ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) সাজু মিয়া জানান, ওই ব্যক্তি বুধবার ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। সন্ধ্যায় আরাজী হরিশ্বর মৌলভীবাজার সংলগ্ন তিস্তার মানস নদীতে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর তার পরিচয় শনাক্ত করে। 

নিহতের স্ত্রী ফোলেরা বেগম বলেন, তার স্বামী দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছেন। প্রতিদিনের মতো আজ বুধবার ভোরে বাড়ি থেকে বের হন। সন্ধ্যায় খবর পাই নদীতে পড়ে মারা গেছেন। মানস নদীর উত্তর প্রান্তে আত্মীয়ের বাড়ি আছে। হয়তো নদীর ওই পাড়ে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে কাঠের সাঁকো পার হওয়ার সময় নদীতে পড়ে গিয়ে মারা যেতে পারে। 

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল-সি) আশরাফুল আলম পলাশ। 

তারেক রহমানের কাছে যা চাইলেন আবু সাঈদের বাবা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মঞ্চ প্রস্তুত, দলে দলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

লাঙ্গল-নৌকার আসনে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

কাউনিয়ায় ‘ভুয়া মামলায়’ ঋণগ্রহীতাকে হয়রানির অভিযোগ

আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার—বললেন জাপা প্রার্থী

রংপুরে হত্যার মামলায় ৪ আসামির যাবজ্জীবন

নির্বাচনকে ঘিরে দেশে দুটি পক্ষ হয়েছে, একটি সংস্কারের পক্ষে আরেকটি বিপক্ষে: আখতার হোসেন

গণপিটুনিতে নিহত রূপলালের স্ত্রী ও ছেলেকে আসামিদের হুমকি, থানায় অভিযোগ

রূপলাল-প্রদীপ লাল হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার