হোম > সারা দেশ > রংপুর

কাউনিয়ায় মানস নদী থেকে মরদেহ উদ্ধার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তার শাখা মানস নদী থেকে শাহজাহান আলী (৫২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের আরাজী হরিশ্বর মৌলভীবাজার সংলগ্ন তিস্তার মানস নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

শাহজাহান আলী উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভুতছাড়া গ্রামের মৃত খাজিয়ার রহমানের ছেলে। 

বালাপাড়া ইউনিয়ন বিট ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) সাজু মিয়া জানান, ওই ব্যক্তি বুধবার ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। সন্ধ্যায় আরাজী হরিশ্বর মৌলভীবাজার সংলগ্ন তিস্তার মানস নদীতে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর তার পরিচয় শনাক্ত করে। 

নিহতের স্ত্রী ফোলেরা বেগম বলেন, তার স্বামী দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছেন। প্রতিদিনের মতো আজ বুধবার ভোরে বাড়ি থেকে বের হন। সন্ধ্যায় খবর পাই নদীতে পড়ে মারা গেছেন। মানস নদীর উত্তর প্রান্তে আত্মীয়ের বাড়ি আছে। হয়তো নদীর ওই পাড়ে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে কাঠের সাঁকো পার হওয়ার সময় নদীতে পড়ে গিয়ে মারা যেতে পারে। 

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল-সি) আশরাফুল আলম পলাশ। 

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ