হোম > সারা দেশ > নীলফামারী

শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে রেমিডিয়াল ক্লাস নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

নীলফামারী প্রতিনিধি

করোনার ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষার্থীদের জন্য রেমিডিয়াল ক্লাস ও পুনর্বিন্যাস করা সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রোববার সকালে দুই দিনের জন্য উত্তরাঞ্চল সফরের উদ্দেশ্যে লালমনিরহাটে যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা জানান তিনি। 

শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী মঙ্গলবার থেকে আমাদের সব শিক্ষাপ্রতিষ্ঠান পুরোদমে চলবে। আমাদের যেসব ঘাটতি হয়েছে, সেগুলো পূরণের জন্য রেমিডিয়াল ক্লাস নেওয়া হবে। এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে। 

বেসরকারি মাধ্যমিক শিক্ষাব্যবস্থা ও ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, চিন্তা হতেই পারে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ করে ফেলি। সেটা এই মুহূর্তে হয়তো সরকারের পক্ষে করা সম্ভব নয়। আবার এটা কতটা ভালো হবে তার গবেষণা করার জন্য আমরা আগে যেসব প্রতিষ্ঠান জাতীয়করণ করেছি সেগুলোর ওপর পুরো জরিপ করা দরকার। যেসব প্রতিষ্ঠান আগে বেসরকারি থেকে সরকারি হয়েছে, সেগুলো কত ভালো করছে সেই দিকটা দেখতে হবে। আমরা তো অবশ্যই চাইব প্রতিষ্ঠানগুলো ভালো করুক, আমাদের পড়াশোনার মান উন্নত হোক। সে জন্য যা করা দরকার অবশ্যই সেভাবেই করব। তার জন্য সরকারের সক্ষমতাটাও জড়িত। 

নীলফামারীর স্বাধীনতাবিরোধী মশিউর রহমান ডিগ্রি কলেজের নাম পরিবর্তনের বিষয়টির ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ডা. দীপু মনি। 

শিক্ষামন্ত্রীর সফরের মধ্যে রয়েছে লালমনিরহাটের কালীগঞ্জের উত্তরাবাংলা কলেজে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জ্যোতির্ময় বঙ্গবন্ধু স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন, দিনাজপুর গোর এ শহিদ বড় মাঠে শীতকালীন জাতীয় ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন, চিরিরবন্দরের আমেনা-বাকী রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের জয় বাংলা গেট এবং একই এলাকার নবীপুর উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধন। 

এ ছাড়া নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. দীপু মনি। 

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড