হোম > সারা দেশ > লালমনিরহাট

ধান কাটতে নিখোঁজের তিন দিন পর যুবকের মরদেহ উদ্ধার

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় ধান কাটতে গিয়ে নিখোঁজ নূর আলমের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার পূর্ব ফকির পাড়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডের ভারতীয় সীমান্তবর্তী খুঁটামারা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত বুধবার ওই এলাকায় ধান কাটতে গিয়ে নিখোঁজ হন নূর আলম।

নূর আলম (৩০) উপজেলার পূর্ব ফকির পাড়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডের নিজাম উদ্দিনের ছেলে। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার ভারতের শীতলকুচি থানার খোঁচাবাড়ি সীমান্তবর্তী বাংলাদেশ অংশে খুঁটামারা নদীতে পানিতে তলিয়ে যাওয়া ধান কাটতে যায় দুই ভাই নুর আলম (৩০) ও নুরুজ্জামান (৩৫)। এ সময় ছোট ভাই নুর আলম পানিতে নিখোঁজ হয়। পরিবারের লোকজন তিন দিন ধরে খুঁজেও পায় না। পরে শুক্রবার সকালে খুঁটামারা নদীতে তাঁর মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনা স্থলে এসে মরদেহ উদ্ধার করেন। 

নিহতের বাবা নিজাম উদ্দিন বলেন, ‘দুই ছেলে ধান কাটতে গিয়ে এক ছেলে নিখোঁজ হয়। তিন দিন পর ছোট ছেলের লাশ পাই। আমার কোনো অভিযোগ নাই। আমার ছেলে দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিল।’ 

এ বিষয়ে ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খোকন বলেন, ‘ওই ছেলে দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিল। ধান কাটতে গিয়ে নদীর পানিতে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।’ 

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ