হোম > সারা দেশ > রংপুর

যৌতুক না পেয়ে স্বামী ও ভাশুরের নির্যাতন, হাসপাতালে গৃহবধূ 

প্রতিনিধি, নীলফামারী

যৌতুকের টাকা না পেয়ে ফারজানা লিজা সোমা (২২) নামের এক গৃহবধূকে ভাশুর ও স্বামী অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। বর্তমানে ওই গৃহবধূ গুরুতর আহত হয়ে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে জেলা সদরের কচুকাটা ইউনিয়নের কচুকাটা বন্দরপাড়ার ঘটনাটি ঘটে।

সোমা বন্দরপাড়ার আলমাস খানের স্ত্রী। আলমাস খান ওই এলাকার মৃত্যু মনসুর আলীর ছেলে। 

পারিবারিক সূত্রে জানা যায়, গত তিন বছর আগে আলমাস খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোমা। জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি পশ্চিম পাড়া গ্রামের ফরহাদ হোসেন সম্রাটের মেয়ে সোমা। 

বিয়ের সময় নগদ দুই লাখ টাকা যৌতুক হিসেবে দেন সোমার বাবা। প্রথমদিকে তাঁদের দাম্পত্য জীবন ভালোভাবে চললেও পরবর্তী সময় আরও এক লাখ টাকার দাবি করেন তাঁর স্বামী। এ নিয়ে তাদের মধ্যে শুরু হয় ঝগড়া বিবাদ। স্বামী–স্ত্রীর মধ্যে ঘটে সম্পর্কের ঘাটতি। এরই মধ্যে সোমার কোল জুড়ে আসে একটি কন্যা সন্তান। বর্তমানে শিশুটির বয়স ১ বছর ৬ মাস। গরিব বাবা যৌতুকের টাকা শোধ করতে না পেরে তাঁর জীবনে নেমে আসে অন্ধকার। 
 
আজ শনিবার দুপুরে নীলফামারীর জেনারেল হাসপাতালের মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন সোমা বলেন, `গরিব বাবা অভাবের সংসারে আমার সুখের জন্য নগদ দুই লাখ টাকা যৌতুক দিয়েছিল। এরপরও অন্যায়ভাবে আরও এক লাখ টাকার জন্য আমার স্বামী প্রায় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে। গত শুক্রবার ফের টাকার জন্য শারীরিক নির্যাতন করলে আমি সাফ জানিয়ে দেই আমার বাবা আর এক টাকাও দিতে পারবে না। এ নিয়ে আমার স্বামী ও ভাশুর মিলে আমাকে মারধর করে। বাধ্য হয়ে বাবার বাড়িতে ফোন দিলে আমার চাচা এসে পুলিশ দিয়ে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আমি তাদের শাস্তিসহ ন্যায্য বিচার চাই।' 

সোমার চাচা শামীম হোসেন বাবু জানান, মেয়ের সুখের জন্য অনেক কষ্ট করে নগদ দুই লাখ টাকা যৌতুক দিয়েছি। জামাই ফের এক লাখ টাকার দাবি করেন। ওই টাকা দিতে না পেরে মেয়ের ওপর নির্যাতন চালায়। এ ঘটনায় গত শুক্রবার ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশের সহায়তায় মেয়েকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করান বলে জানান তিনি। 

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ জানান, খবর পেয়ে পুলিশ দিয়ে মেয়েটিকে উদ্ধার করে তাঁর চিকিৎসার জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখন পর্যন্ত তাঁর পরিবারের পক্ষে কোন লিখিত অভিযোগ পাইনি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ