হোম > সারা দেশ > রংপুর

ভারত থেকে প্রথমবারের মতো হিলি বন্দর দিয়ে আলু আমদানি শুরু

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রথমবারের মতো ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে আলুবোঝাই ৭টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। 

আলু আমদানি করছেন মেসার্স নিশাত ট্রেডার্স ও খাঁন ইন্টারন্যালের আমদানিকারক নামের দুটি প্রতিষ্ঠান। 

মেসার্স নিশাত ট্রেডার্স আমদানিকারক প্রতিষ্ঠান চারটি গাড়িতে ১১০ টন ও খাঁন ইন্টারন্যালের প্রতিষ্ঠান তিনটি গাড়িতে ৭০ টন আলু আমদানি করে। 

প্রতি টন আলু ১৩০-১৪০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে। এ ছাড়া আমদানি করা আলুতে শুল্ক দিতে হবে কেজিতে ৩৩ শতাংশ। 

হিলি পোর্ট উপসহকারী উদ্ভিদ সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, ৩৫ জন আমদানিকারক প্রায় ২৭ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছেন। 

আমদানিকারক প্রতিষ্ঠান খাঁন ইন্টারন্যালের ব্যবস্থাপক মাহাবুব হোসেন বলেন, ভারত থেকে প্রথমবারের মতো এই বন্দর দিয়ে আলু আমদানি শুরু হয়েছে। বাংলাদেশে সব খরচ দিয়ে ৩০ টাকা কেজির মধ্যে বিক্রয় করা হবে। 

এদিকে আলু আমদানির খবরে হিলির বাজারে কমতে শুরু করেছে দাম। কেজিপ্রতি ৫ থেকে ৬ টাকা কমেছে। বর্তমানে বড় জাতের আলু ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৫ টাকা এবং ছোট জাতের আলু ৬ টাকা কমে বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। 

ছবি ক্যাপশন-হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে।

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস