দিনাজপুরের চিরিরবন্দরে গলায় ফাঁস দিয়ে মানসিক ভারসাম্যহীন হৃদয় চন্দ্র (৫০) নামে একজন আত্মহত্যা করেছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। মৃত হৃদয় চন্দ্র উপজেলার মহাদানী গ্রামের ঝাড়ুয়া পাড়ার মৃত হরনাথ রায়ের ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, হৃদয় চন্দ্র দীর্ঘদিন যাবৎ মানসিকভাবে অসুস্থ ছিল। মানসিক ভারসাম্যহীন থাকার কারণে গত তিন-চার মাস আগে হারিয়ে গিয়েছিলেন তিনি। খোঁজাখুঁজির পরে তাঁকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। পরে আজ সকালে বাড়ির পেছনে তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।