হোম > সারা দেশ > রংপুর

তারাগঞ্জে চকলেট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ

রংপুর প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জে চকলেট দেওয়ার কথা বলে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে নুর হোসেন (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় শিশুর বাবা আজ মঙ্গলবার তারাগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। শিশুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

ধর্ষণের ঘটনায় মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক আজমল হোসেন। তিনি বলেন, ‘শিশুটির বাবা আজ থানায় এসে মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ 

এজাহার থেকে জানা গেছে, তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর মহিষখোলা এলাকার নুর হোসেন দুই বছর ধরে সয়ার ইউনিয়নের একটি আশ্রয়ণের ঘরে বসবাস করছেন। গত শনিবার শিশুটির মা-বাবা তাকে বাসায় রেখে কাজে যান। এ সময় নুর হোসেন চকলেট দেওয়ার কথা বলে ওই দিন বিকেলে আশ্রয়ণের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। 

ঘটনার সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ঘটনার পর নুর হোসেন পালিয়ে যান। এরপর আজ এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে তারাগঞ্জ থানায় ধর্ষণ মামলা করেছেন বলে এজাহার থেকে জানা গেছে।

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার