হোম > সারা দেশ > রংপুর

মোবাইল ভেঙেছেন বাবা, ৩ ঘণ্টা পর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউনিয়া প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় ফারুক হোসেন (১৭) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজিব গ্রামে নিজ বাড়ি থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ।

ফারুক হোসেন উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজিব গ্রামের সিদ্দিকুর রহমানের বড় ছেলে এবং মীরবার কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। 
 
স্থানীয় লোকজন ও পুলিশ বলছে, গতকাল রোববার রাতে পিতা-মাতা ও ছোট ভাইবোনদের সঙ্গে রাতের খাবার খেয়ে নিজের শোয়ার ঘরে একাই ঘুমিয়ে পড়ে ফারুক হোসেন। রাত সাড়ে ১২টার দিকে তাঁর মা ফাতেমা বেগম দেখেন ছেলের ঘরে আলো জ্বলছে। কিন্তু ফারুক আগে কোনো দিন ঘরে আলো জ্বালিয়ে ঘুমাত না। ঘরের মধ্যে আলো জ্বালানো দেখে মায়ের সন্দেহ হলে ছেলেকে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে ফাতেমা বেগম টিনের ফাঁক দিয়ে দেখতে পান ঘরের ধরনায় গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ফারুক হোসেন ঝুলছে। পরে তিনি চিৎকার শুরু করলে তাঁর স্বামী সিদ্দিকুর রহমান গিয়ে তাঁরা দুজন ছেলের ঝুলন্ত মরদেহ মাটিতে নামিয়ে ফেলেন।

সিদ্দিকুর রহমান বলেন, তাঁর বড় ছেলে ফারুক হোসেন লেখাপড়ার পাশাপাশি রাজমিস্ত্রির সহযোগীর কাজ করত। কিন্তু তাঁর ছেলে লেখাপড়ায় মনোযোগী না হয়ে মোবাইল ফোন ব্যবহারে খুবই আসক্ত ছিল। এ জন্য প্রায় তিনি ফারুকের সঙ্গে রাগারাগি করতেন। গতকাল রোববার রাত ৯টার দিকে একসঙ্গে খাওয়ার সময় ফারুক হোসেন আবারও মোবাইল ফোন চালাতে থাকে। এ সময় তিনি রাগ হয়ে মোবাইল কেড়ে নিয়ে ভেঙে ফেলেন। এরপর খাবার খেয়ে ফারুক নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। পরে রাতে ফারুকের মা ঘরে ছেলেকে ঝুলতে দেখে চিৎকার দেন।

এ বিষয়ে টেপামধুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদুল ইসলাম বলেন, ‘কলেজছাত্র ফারুক হোসেন জেদি স্বভাবের ছিল। রোববার রাতে তার বাবা তার সঙ্গে রাগারাগি করেছিল। বাবার সঙ্গে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

ইউপি চেয়ারম্যান আরও বলেন, ফারুকের বাবা সিদ্দিকুর রহমান একজন মুক্তিযোদ্ধার সন্তান। জমিজমা বলতে তাঁদের কিছুই নেই। সিদ্দিকুর তিস্তার ডান তীর রক্ষাবাঁধের ধারে সরকারি জমিতে ঘর তুলে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছেন। অভাবের সংসারে খাবার জোগাড় করতে সিদ্দিকুর দেশের বিভিন্ন জেলায় কৃষিশ্রমিকের কাজ করেন। কয়েক দিন আগে বগুড়ায় কৃষিশ্রমিকের কাজ করে বাড়িতে আসেন তিনি। তাঁর আশা ছিল ছেলেকে লেখাপড়া করানো। বৃদ্ধ বয়সে তাঁদের দেখভাল করবে! কিন্তু সেই আশা তাঁর পূরণ হলো না। 

এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, ‘সোমবার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কলেজছাত্র ফারুক নিজ শোয়ার ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার কোনো কারণ জানাতে পারে নাই পরিবারের লোকজন।’

ওসি আরও বলেন, ‘ওই কলেজছাত্রের মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কাউনিয়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।’ 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ