হোম > সারা দেশ > লালমনিরহাট

নির্বাচনী আচারনবিধি লঙ্ঘন: হাতীবান্ধায় ইউপি চেয়ারম্যানকে শোকজ

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

নির্বাচনী আচারনবিধি লঙ্ঘনের দায়ে লালমনিরহাট–১ আসনের হাতীবান্ধায় এক ইউপি চেয়ারম্যানকে কারণ দর্শনায় নোটিশ (শোকজ) করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। আজ শুক্রবার কমিটির চেয়ারম্যান ও লালমনিরহাট ১ম আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ এরশাদ আলী এ শোকজ করেন। এতে তাকে আগামীকাল শনিবার নির্বাচন অনুসন্ধান কমিটির কার্যালয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়েছে। 

অভিযুক্ত আবু বক্কর সিদ্দিক শ্যামল গড্ডিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। 

চিঠিতে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার গড্ডিমারী বাজারে নির্বাচনী অফিস উদ্বোধন করতে যায় স্বতন্ত্র প্রার্থী (ইগল প্রতীক) আতাউর রহমান প্রধান। সেখানে বাধা দেয় শ্যামল ও তার লোকজন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশ হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর (শনিবার) স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়। 

এ বিষয়ে আবু বক্কর সিদ্দিক শ্যামল আজকের পত্রিকাকে বলেন, ‘শোকজের চিঠি পেয়েছি। তবে আতাউর রহমানকে কোন বাধা দেওয়া হয়নি, বরং আতাউর রহমানসহ তার লোকজন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেছেন।’ 

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার গড্ডিমারী বাজারে নৌকা ও ইগল সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে একে–অপরকে দোষারোপ করছেন।

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা