হোম > সারা দেশ > লালমনিরহাট

লালমনিরহাটে নারীকে অনৈতিক প্রস্তাব দেওয়ায় সংঘর্ষ, ২৭ গরু লুট, আটক ৪

লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ। ছবি: সংগৃহীত

তিস্তা নদীতীরবর্তী চরাঞ্চলে এক নারীকে অনৈতিক প্রস্তাব ও যৌন হয়রানিকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সংঘবদ্ধ একটি চক্র ২৭টি গরু লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে অভিযুক্তরা রাতভর সেনাবাহিনী ও পুলিশের সদস্যদের ওপর চড়াও হন। পরে চারজনকে আটক করা হয়।

গতকাল রোববার লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের মাস্টারপাড়া ও গঙ্গাচড়া শালহাটি নোহালিতে এই ঘটনা ঘটে। পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে তিস্তার চরাঞ্চলের এক নারীকে একই এলাকার দুলু মিয়া নামে এক ব্যক্তি অনৈতিক প্রস্তাব দেন এবং একপর্যায়ে তাঁর গায়ে হাত দেন। এই ঘটনাকে কেন্দ্র করে ওই নারীর স্বজন ও দুলু মিয়ার পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়ে পরে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষই লাঠিসোঁটা, বল্লম ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন।

দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ চলাকালীন তৃতীয় একটি পক্ষ সংঘবদ্ধ হয়ে ২৭টি গরু লুট করে নিয়ে পালিয়ে যায় বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কিন্তু রাতে অভিযুক্তরা আবারও সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করলে উত্তেজনা আরও বেড়ে যায়।

আজ সোমবার কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক আজকের পত্রিকাকে বলেন, ‘এক নারীকে যৌন হয়রানির বিষয়ে থানায় লিখিত অভিযোগ পেয়েছি। অন্যদিকে গরু লুটের ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। তবে এখনো তাঁদের বিরুদ্ধে থানায় কোনো মামলা হয়নি।’

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার