হোম > সারা দেশ > লালমনিরহাট

রাতে একা ছিলেন বাড়িতে, সকালে গলাকাটা লাশ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারীতে তারা মিয়া (৪৬) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল নিজ বাড়ির উঠান থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করে আদিতমারী থানা-পুলিশ। তিনি উপজেলার সারপুকুর ইউনিয়নের রইচবাগ টিপের বাজার এলাকার মৃত আহমদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, তারা মিয়ার স্ত্রী কাতারে থাকেন। তা ছাড়া একমাত্র সন্তান লেখাপড়ার জন্য থাকে আবাসিক মাদ্রাসায়। সেই সুবাদে বাড়িতে একা থাকতেন তারা মিয়া। গতকাল শুক্রবার রাতে স্থানীয় টিপের বাজারের চাতালে তাস খেলে আড্ডা দিয়ে বাড়ি ফেরেন তিনি। আজ সকালে সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা বেলা ১১টার দিকে তাঁর বাড়িতে গিয়ে উঠানে গলাকাটা রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে এ ঘটনায় স্থানীয়দের ধারণা, অর্থসম্পদ লুট করতেই দুর্বৃত্তরা তাঁকে গলা কেটে হত্যা করে থাকতে পারে। তবে রাতে তাস খেলায় অংশ নেওয়া ব্যক্তিরাও এ বিষয়ে তথ্য দিতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা।

এ বিষয়ে জানতে চাইলে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত