হোম > সারা দেশ > লালমনিরহাট

রাতে একা ছিলেন বাড়িতে, সকালে গলাকাটা লাশ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারীতে তারা মিয়া (৪৬) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল নিজ বাড়ির উঠান থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করে আদিতমারী থানা-পুলিশ। তিনি উপজেলার সারপুকুর ইউনিয়নের রইচবাগ টিপের বাজার এলাকার মৃত আহমদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, তারা মিয়ার স্ত্রী কাতারে থাকেন। তা ছাড়া একমাত্র সন্তান লেখাপড়ার জন্য থাকে আবাসিক মাদ্রাসায়। সেই সুবাদে বাড়িতে একা থাকতেন তারা মিয়া। গতকাল শুক্রবার রাতে স্থানীয় টিপের বাজারের চাতালে তাস খেলে আড্ডা দিয়ে বাড়ি ফেরেন তিনি। আজ সকালে সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা বেলা ১১টার দিকে তাঁর বাড়িতে গিয়ে উঠানে গলাকাটা রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে এ ঘটনায় স্থানীয়দের ধারণা, অর্থসম্পদ লুট করতেই দুর্বৃত্তরা তাঁকে গলা কেটে হত্যা করে থাকতে পারে। তবে রাতে তাস খেলায় অংশ নেওয়া ব্যক্তিরাও এ বিষয়ে তথ্য দিতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা।

এ বিষয়ে জানতে চাইলে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

তারেক রহমানের কাছে যা চাইলেন আবু সাঈদের বাবা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মঞ্চ প্রস্তুত, দলে দলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

লাঙ্গল-নৌকার আসনে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

কাউনিয়ায় ‘ভুয়া মামলায়’ ঋণগ্রহীতাকে হয়রানির অভিযোগ

আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার—বললেন জাপা প্রার্থী

রংপুরে হত্যার মামলায় ৪ আসামির যাবজ্জীবন

নির্বাচনকে ঘিরে দেশে দুটি পক্ষ হয়েছে, একটি সংস্কারের পক্ষে আরেকটি বিপক্ষে: আখতার হোসেন

গণপিটুনিতে নিহত রূপলালের স্ত্রী ও ছেলেকে আসামিদের হুমকি, থানায় অভিযোগ

রূপলাল-প্রদীপ লাল হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার