হোম > সারা দেশ > রংপুর

আ.লীগ সরকার মানুষের আয় নয় শুধু ব্যয় বাড়াতে পারে: এমপি শামীম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

আওয়ামী লীগ সরকার মানুষের ব্যয় বাড়াতে পারে কিন্তু আয় বাড়াতে পারছে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী। 

গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে শ্রীপুর ইউনিয়ন পরিষদ মাঠে ওই ইউনিয়নের দ্বিবার্ষিক-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন তিনি। 

সংসদ সদস্য শামীম হায়দার বলেন, ‘এই সরকার মানুষের ব্যয় বাড়াতে পারে কিন্তু আয় বাড়াতে পারছে না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়তে বাড়তে মানুষের নাভিশ্বাস উঠেছে।’ 

বাজারেরে চিত্র তুলে ধরে সংসদ সদস্য বলেন, ‘গত ৬ মাসের ব্যবধানে কেজি প্রতি চিনিতে দাম বেড়েছে ৩০ টাকা, ১৮ টাকা মূল্যের কাপড় কাঁচা সাবান এখন ৩০ টাকা, ৪০ টাকা মূল্যের ৩০০ গ্রাম ওজনের পাউরুটি এখন ৬০ টাকা, ১৩০ টাকা কেজি মূল্যের বয়লার মুরগির দাম বেড়ে এখন ২৬০ টাকায় উঠেছে। আরও দাম বাড়ছে, কোনো নিয়ন্ত্রণ নেই। সে কারণে এ মুহূর্তে দেশে জাতীয় পার্টির দরকার।’ 

সম্মেলনে সভাপতিত্ব করেন শ্রীপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক মো. মতিয়ার রহমান ডাকুয়া। 

সম্মেলনে আরও বক্তব্য দেন—সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র মো. আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্যসচিব সারোয়ার হোসেন শাহীন, উপজেলা সহসভাপতি মো. আনছার আলী সরদার, সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান মণ্ডল, যুগ্ম সম্পাদক মো. কওছর আযম হান্নু,  সাংগঠনিক সম্পাদক সরদার মিজানুর রহমান মিলন, জেলা জাপা নেতা হাসান কবির তোতা, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. সরওয়ার হোসেন বাবু, যুবসংহতির সভাপতি মো. সাইদুর রহমান ও ছাত্রসমাজের সভাপতি শাহ সুলতান সরকার সুজন প্রমুখ। 

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী শ্রীপুর ইউনিয়নের কমিটির আংশিক নাম ঘোষণা করেন তিনি। 
এতে মো. মতিয়ার রহমান ডাকুয়া সভাপতি, মো. আব্দুর রাজ্জাক মিয়া সাধারণ সম্পাদক ও মো. রেজাউল করিম মুক্তিকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। 

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস