হোম > সারা দেশ > রংপুর

শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় স্কুলশিক্ষক গ্রেপ্তার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

পুলিশের হাতে গ্রেপ্তার স্কুলশিক্ষক ফারুক হোসেন শাহ। ছবি: আজকের পত্রিকা

রংপুর মহানগরের হারাগাছে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় বিদ্যালয়ের শিক্ষক ফারুক হোসেন শাহকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন বধু কমলা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

ফারুক হোসেন হারাগাছ থানাধীন রংপুর সিটির ৮ নাম্বার ওয়ার্ডের বধু কমলা এলাকার মৃত বদির উদ্দিন শাহার ছেলে এবং বধু কমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম সোহেল। তিনি বলেন, আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে শিক্ষক ফারুক হোসেনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

ওসি মমিনুল ইসলাম জানান, ২৩ ফেব্রুয়ারি মহানগরের বধু কমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি হওয়ার আগে শিক্ষার্থীরা স্কুলের মাঠে খেলাধুলা করছিল। সে সময় ওই স্কুলের সহকারী শিক্ষক ফারুক হোসেন পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্রেণিকক্ষে নিয়ে শ্লীলতাহানি করেন। স্কুল ছুটির পর মেয়েটি বাড়ি গিয়ে বিষয়টি তার পিতা-মাতাকে জানায়। ঘটনা জানাজানি হলে, সোমবার দুপুরে বিক্ষুব্ধ অভিভাবকেরা ওই শিক্ষকের বিচারের দাবিতে স্কুল ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ লোকজনকে শান্ত করে এবং মেয়েটির পরিবারকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেয়।

ওসি বলেন, এ ঘটনায় সোমবার রাতে মেয়েটির মা বাদী হয়ে শিক্ষক ফারুক হোসেনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে বধু কমলা গ্রামে নিজ বাড়ি থেকে মামলায় অভিযুক্ত শিক্ষক ফারুক হোসেন শাহকে গ্রেপ্তার করে পুলিশ।

সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল কর্মীর

‘১০ লাখ দিলেই তুমি সভাপতি’ বেরোবি ছাত্রদলের কমিটি নিয়ে অভিযোগ

‘সেবা বন্ধ থুইয়া মানুষোক জিম্মি করি আন্দোলন করেছে, গরিব মানুষ কোনঠে যাইবে’

স্থগিতাদেশ তুলে ব্রাকসুর নতুন রোডম্যাপ প্রকাশ

একটি শ্রেণি সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে ‘ডাবল পাগল’ হয়ে গেছে: রেজাউল করীম

বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

পাঁচ দফা দাবিতে রংপুরে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ আজ, দলে দলে আসছেন নেতা-কর্মীরা

শ্বশুর-জামাইকে পিটিয়ে হত্যায় জড়িতের অভিযোগে যুবক গ্রেপ্তার

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তাঁর প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড