হোম > সারা দেশ > লালমনিরহাট

নিখোঁজের ৩ মাসেও বাড়ি ফেরেনি ছেলে, বৃদ্ধ বাবা-মায়ের আহাজারি

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় শরিফুল ইসলাম (২৬) নামে এক যুবক নিখোঁজের তিন মাস পরও বাড়ি ফেরেনি। ছেলেকে ফিরে পেতে আহাজারি করছেন বৃদ্ধ বাবা-মা। এ ঘটনায় গতকাল রোববার বিকেলে বাবা আশরাফ আলী হাতীবান্ধা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। গত ১২ জুন বাড়ি থেকে রংপুরের উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন শরিফুল। 

শরিফুল ইসলাম হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের আশরাফ আলীর ছেলে। 

পারিবারিক সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম ২০১৮ সালে রংপুর সরকারি কলেজ থেকে দর্শন বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। নিখোঁজের পর পরিবার ও আত্মীয়-স্বজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। এদিকে তিন মাস পেরিয়ে গেলেও ছেলের সন্ধান না পেয়ে বৃদ্ধ বাবা-মা চরম উদ্বিগ্নতায় দিন কাটাচ্ছেন। সাদা কালো রঙের পাঞ্জাবি ও কালো ফুল প্যান্ট পরে বাড়ি থেকে বের হয়েছিলেন শরিফুল। তার উচ্চতা আনুমানিক পাঁচ ফুট তিন ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, দেহের গড়ন মাঝারি। 

শরিফুল ইসলামের মা আন্না বেগম (৪৭) কান্নাজড়িত কণ্ঠে আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলে রংপুরে যাওয়ার কথা বলে গত তিন মাস ধরে নিখোঁজ। বেঁচে আছে কি মরে গেছে আল্লাহ জানে। বাড়িতে বসে আছি ছেলে আসার অপেক্ষায়।’ 

শরিফুল সম্পর্কে প্রতিবেশী আমজাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শরিফুল অত্যন্ত ভদ্র ছেলে। বাড়িতে তাঁর বাবা মায়ের সঙ্গে ঝগড়া-বিবাদ কিছুই হয়নি। সে এভাবে নিখোঁজ হওয়ার কথা না।’ 

হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন বলেন, ‘আশরাফ আলীর ছেলে নিখোঁজ হওয়ার বিষয়টি জেনেছি। আমরাও তাঁর সন্ধানের চেষ্টা করছি’

হাতীবান্ধা থানায় গতকাল রোববার একটি সাধারণ ডায়েরি করেন তাঁর বাবা আশরাফ আলী। এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘নিখোঁজের ঘটনায় একটি জিডি হয়েছে। শরিফুলের সন্ধানে পুলিশ তৎপর রয়েছে।’ 

তারেক রহমানের কাছে যা চাইলেন আবু সাঈদের বাবা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মঞ্চ প্রস্তুত, দলে দলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

লাঙ্গল-নৌকার আসনে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

কাউনিয়ায় ‘ভুয়া মামলায়’ ঋণগ্রহীতাকে হয়রানির অভিযোগ

আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার—বললেন জাপা প্রার্থী

রংপুরে হত্যার মামলায় ৪ আসামির যাবজ্জীবন

নির্বাচনকে ঘিরে দেশে দুটি পক্ষ হয়েছে, একটি সংস্কারের পক্ষে আরেকটি বিপক্ষে: আখতার হোসেন

গণপিটুনিতে নিহত রূপলালের স্ত্রী ও ছেলেকে আসামিদের হুমকি, থানায় অভিযোগ

রূপলাল-প্রদীপ লাল হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার