হোম > সারা দেশ > লালমনিরহাট

নিখোঁজের ৩ মাসেও বাড়ি ফেরেনি ছেলে, বৃদ্ধ বাবা-মায়ের আহাজারি

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় শরিফুল ইসলাম (২৬) নামে এক যুবক নিখোঁজের তিন মাস পরও বাড়ি ফেরেনি। ছেলেকে ফিরে পেতে আহাজারি করছেন বৃদ্ধ বাবা-মা। এ ঘটনায় গতকাল রোববার বিকেলে বাবা আশরাফ আলী হাতীবান্ধা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। গত ১২ জুন বাড়ি থেকে রংপুরের উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন শরিফুল। 

শরিফুল ইসলাম হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের আশরাফ আলীর ছেলে। 

পারিবারিক সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম ২০১৮ সালে রংপুর সরকারি কলেজ থেকে দর্শন বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। নিখোঁজের পর পরিবার ও আত্মীয়-স্বজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। এদিকে তিন মাস পেরিয়ে গেলেও ছেলের সন্ধান না পেয়ে বৃদ্ধ বাবা-মা চরম উদ্বিগ্নতায় দিন কাটাচ্ছেন। সাদা কালো রঙের পাঞ্জাবি ও কালো ফুল প্যান্ট পরে বাড়ি থেকে বের হয়েছিলেন শরিফুল। তার উচ্চতা আনুমানিক পাঁচ ফুট তিন ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, দেহের গড়ন মাঝারি। 

শরিফুল ইসলামের মা আন্না বেগম (৪৭) কান্নাজড়িত কণ্ঠে আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলে রংপুরে যাওয়ার কথা বলে গত তিন মাস ধরে নিখোঁজ। বেঁচে আছে কি মরে গেছে আল্লাহ জানে। বাড়িতে বসে আছি ছেলে আসার অপেক্ষায়।’ 

শরিফুল সম্পর্কে প্রতিবেশী আমজাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শরিফুল অত্যন্ত ভদ্র ছেলে। বাড়িতে তাঁর বাবা মায়ের সঙ্গে ঝগড়া-বিবাদ কিছুই হয়নি। সে এভাবে নিখোঁজ হওয়ার কথা না।’ 

হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন বলেন, ‘আশরাফ আলীর ছেলে নিখোঁজ হওয়ার বিষয়টি জেনেছি। আমরাও তাঁর সন্ধানের চেষ্টা করছি’

হাতীবান্ধা থানায় গতকাল রোববার একটি সাধারণ ডায়েরি করেন তাঁর বাবা আশরাফ আলী। এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘নিখোঁজের ঘটনায় একটি জিডি হয়েছে। শরিফুলের সন্ধানে পুলিশ তৎপর রয়েছে।’ 

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু