হোম > সারা দেশ > নীলফামারী

তিস্তার সেচ ক্যানেল থেকে পাওয়া মাইনসদৃশ বোমা বিস্ফোরণ

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে ক্যানেলের পাশে পড়ে থাকা একটি মাইনসদৃশ বোমা বিস্ফোরণ ঘটিয়েছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। আজ মঙ্গলবার সকালে উপজেলার কিশোরগঞ্জ সদর ইউনিয়ন ছিট রাজিব ক্যানেলের বাজার এলাকায় সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট এটির বিস্ফোরণ ঘটায়। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, তিস্তা সেচ ক্যানেলের ধারে শিশুরা খেলছিল। এ সময় একটি মাইনসদৃশ বোমা পড়ে থাকতে দেখে। পরে শিশুরা আশপাশের লোকজনকে জানায়। স্থানীয় লোকজন সেখানে গিয়ে মাইনসদৃশ বোমা দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে সেটি উদ্ধার করে নিরাপত্তাবেষ্টনী দিয়ে ঘিরে রাখে। পরে তারা বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দিলে সেনাবাহিনীর একটি ইউনিট এসে সেটির বিস্ফোরণ ঘটায়। ধারণা করা হচ্ছে, উদ্ধার করা মাইনসদৃশ বোমাটি মুক্তিযুদ্ধ সময়ের। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল বলেন, উদ্ধার মাইনসদৃশ বোমাটি তাজা ছিল। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট এসে সেটির বিস্ফোরণ ঘটায়। 

এর আগে একই জায়গায় এক পতিত জমি খননের সময়ে শ্রমিকেরা থ্রি নট থ্রি রাইফেলের যন্ত্রাংশ, দুটি মাইন ও একটি মর্টার শেল উদ্ধার করে পুলিশ। পরে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট এসে ২৫ এপ্রিল সেগুলোর বিস্ফোরণ ঘটায়।

তারেক রহমানের কাছে যা চাইলেন আবু সাঈদের বাবা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মঞ্চ প্রস্তুত, দলে দলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

লাঙ্গল-নৌকার আসনে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

কাউনিয়ায় ‘ভুয়া মামলায়’ ঋণগ্রহীতাকে হয়রানির অভিযোগ

আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার—বললেন জাপা প্রার্থী

রংপুরে হত্যার মামলায় ৪ আসামির যাবজ্জীবন

নির্বাচনকে ঘিরে দেশে দুটি পক্ষ হয়েছে, একটি সংস্কারের পক্ষে আরেকটি বিপক্ষে: আখতার হোসেন

গণপিটুনিতে নিহত রূপলালের স্ত্রী ও ছেলেকে আসামিদের হুমকি, থানায় অভিযোগ

রূপলাল-প্রদীপ লাল হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার