হোম > সারা দেশ > রংপুর

আইনজীবীকে অপহরণের পর মাথায় পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবি, গ্রেপ্তার ৪ 

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে সমশের আলী (৩৭) নামে এক আইনজীবীকে অপহরণের মাথায় পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার গ্রেপ্তারদের ঠাকুরগাঁও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন—সদর উপজেলার শাসলা পিয়ালা (মধ্যপাড়া) গ্রামের জুয়েল ইসলাম (২৫), একই গ্রামের রফিকুল ইসলাম (৪৩), মকবুল হোসেন (৪৮) ও শাসলা পিয়ালা (ধনিপাড়া) গ্রামের আব্দুস সাত্তার (৩২)।

মামলার এজাহারে জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি সমেশর আলী পৌর শহরের মুন্সিপাড়ার বাসা থেকে দুধ কেনার উদ্দেশ্যে সদর উপজেলার কালিতলা বাজারে যান। সেখানে অজ্ঞাত এক ব্যক্তি নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে তিনি সমশের কিনা জানতে চান। নাম সমশের বলা মাত্রই পাশেই দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসে উঠতে বলেন। তিনি মাইক্রোবাসে উঠতে না চাইলে তাকে মারপিট করে মুখে গামছা বেঁধে আসামিরা ওই মাইক্রোবাসে উঠিয়ে আরও মারপিট করে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয়।

একপর্যায়ে কিছু দূর গিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে দ্বিতীয় দফায় মাইক্রো থেকে নামিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশায় করে অজ্ঞাত স্থানে নিয়ে থামে। এ সময় আসামিরা তাকে মেরে ফেলার হুমকি দিয়ে নগদ ২ লাখ টাকা চাঁদা দাবি করে।

আসামিদের সমশের বলতে শোনে, তাকে খুন করা বাবদ যে টাকা চুক্তি হয়েছে সেটি ও সই করা ফাঁকা স্ট্যাম্পগুলো নিয়ে মাটিগাড়া গুঞ্জরগড় চলে আসো। গুঞ্জরগড়ে নিয়ে সেখানে একটি সরিষা খেতে সমশেরের মাথায় পিস্তল ঠেকিয়ে জোর করে পাঁচটি ১০০ টাকার ফাঁকা স্ট্যাম্পে সই করে নেয়। আশপাশের লোকজন টের পেয়েছে ভেবে আসামিরা সমশেরকে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গতকাল ওই আইনজীবী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ বলেন, মামলার পর চার আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মামলার বিষয়ে তদন্ত চলছে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ