হোম > সারা দেশ > রংপুর

রংপুরে বাসচাপায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি স্বামী

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুর সদরে বাসের চাপায় আসমা বেগম নামের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে চিকিৎসকের কাছে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। গতকাল সোমবার রাত ৮টার দিকে সদর উপজেলার বদরগঞ্জ সড়কের লাহিড়ীরহাটের কাছে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত আসমা বেগম বদরগঞ্জে একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে চাকরি করতেন। তাঁর স্বামী জাকারিয়া হাবিব মামুনও একই উপজেলায় ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ছিলেন। রংপুর নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের দামোদরপুরের বাসিন্দা আব্দুল হালিমের ছেলে তিনি। 

এ ঘটনায় গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন নিহত ব্যক্তির স্বামী মামুন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পরিবার।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রংপুর সদর কোতোয়ালি থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, সোমবার রাত ৮টার দিকে বদরগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে অন্তঃসত্ত্বা স্ত্রী আসমা বেগমকে (৩৫) সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য রংপুরে যাচ্ছিলেন স্বামী। পথে লাহিড়ীরহাটের কাছে পৌঁছালে বদরগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন। 

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা আসমা বেগমকে মৃত ঘোষণা করেন। স্বামী জাকারিয়া হাবিব মামুনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান ওসি।

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন