হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

সৈয়দপুরে সাফজয়ী ৩ ফুটবলারকে সংবর্ধনা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে সাফজয়ী ৩ নারী ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিতরা হলেন—রংপুরের সিরাত জাহান স্বপ্না, ঠাকুরগাঁওয়ের স্বপ্না রানী ও একই জেলার রানীশংকৈল উপজেলার সোহাগী কিসকু। 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিমানযোগে সৈয়দপুরে যাওয়ার পর একদল নারী ক্রীড়াবিদ ওই তিন ফুটবলারকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন—সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হুসাইন এবং রংপুর ও ঠাকুরগাঁও ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। 

সংবর্ধনা পাওয়া ফুটবলাররা বলেন, ‘এত মানুষ আমাদের জন্য বিমানবন্দরে অপেক্ষা করছেন। এটা দেখে আমাদের স্বপ্ন অনেক বড় হয়ে গেল। দেশের জন্য আরও অনেক কিছু করতে হবে আমাদের।’ তাঁরা আরও বলেন বলেন, ‘দেশ আমাদের কাছে মায়ের সমান। মায়ের মুখে হাসি ফোটাতে আরও ভালো খেলতে চাই।’ এ সময় সকলের সহযোগিতা চান তাঁরা। 

রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বলেন, ‘তিন ফুটবলার আমাদের এ অঞ্চলের গর্ব। এ জন্য তাঁদের বরণ করে নেওয়ার আয়োজন করা হয়েছে।’ পরে ওই তিন ফুটবলারকে নিয়ে একটি মোটর শোভাযাত্রা বের হয়।

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার