হোম > সারা দেশ > গাইবান্ধা

পুলিশের গালে চড়, ৩ ঘণ্টা পর ছাড়া পেলেন প্রার্থী

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে ভোট কেন্দ্রে দায়িত্বরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) তোফাজ্জল হোসেনের গালে চড় মারার অভিযোগে আটক হওয়ার তিন ঘণ্টা পর ছাড়া পেলেন হোসেনপুর ইউপি নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আশরাফ মণ্ডল।  আজ রোববার বিকেল পৌনে ৩টার দিকে গাইবান্ধা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উপেন্দ্র চন্দ্র দাস তাঁকে ছেড়ে দেন।

এর আগে রোববার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার হোসেনপুর ইউনিয়নের শিশুসহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আটক হন তিনি।

আশরাফ ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে ওই কেন্দ্র পরিদর্শনে আসেন চেয়ারম্যান প্রার্থী আশরাফ। কেন্দ্রের পরিবেশ সন্তোষজনক মনে না হওয়ায় এ নিয়ে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা তোফাজ্জল হোসেনের সঙ্গে প্রার্থী আশরাফের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে পরিণত হয় এবং ওই প্রার্থী এএসআইয়ের গালে চড় মারেন। এ জন্য পুলিশ আশরাফকে আটক করে।

কেন্দ্রে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) রাকিব বলেন, দায়িত্বরত পুলিশ কর্মকর্তার সঙ্গে অসদাচরণ ও গালে থাপ্পড় মারার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে।

কেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার শফিউল ইসলাম শফি বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেল পৌনে ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ভোট কেন্দ্রে এসে উভয়ের বক্তব্য শোনেন। এরপর আটক চেয়ারম্যান প্রার্থীকে সতর্ক করার পাশাপাশি ভবিষ্যতে এমন আচরণ না করার নির্দেশ দিয়ে ছেড়ে দেওয়ার আদেশ দেন ম্যাজিস্ট্রেট।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ