হোম > সারা দেশ > নীলফামারী

ডোমারে গৃহবধূ ধর্ষণ মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডোমারে ধর্ষণ মামলায় তরিকুল ইসলাম (৩৭) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ শুক্রবার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এর আগে আজ ধর্ষণের শিকার গৃহবধূ নিজে বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ইউপি সদস্য তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে। 

তরিকুল ইসলাম উপজেলার হরিণচড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য। গৃহবধূর স্বামী একজন রিকশাচালক। সে দুই সন্তানের জননী। 

অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার রাত ৯টার দিকে ওই গৃহবধূকে নিজ বাড়িতে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন ইউপি সদস্য। প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তাঁকে আটক করেন।  সে সময় কৌশলে পালিয়ে যায় তরিকুল। 

ভুক্তভোগী নারীর অভিযোগ, রাত ৯টার দিকে প্রয়োজনে ঘর থেকে বের হলে হঠাৎ ঘরের বাল্ব বন্ধ হয়ে যায়। তিনি মনে করেছিলেন কারেন্টের বোর্ডে কোনো সমস্যা হয়েছে। ফিরে ঘরের ভেতরে ঢুকতেই তরিকুল মেম্বার পেছন থেকে মুখ চিপে ধরে টিউবওয়েল পাড়ে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। 

ঘটনার পর গতকাল বৃহস্পতিবার দুপুরে হরিণচড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে ইউপি সদস্য তরিকুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে বিচার দাবি করেন ভুক্তভোগী নারী। এ সময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শতাধিক লোক উপস্থিত ছিলেন। 

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, আজ মামলা হওয়ার পরপরই অভিযুক্ত ইউপি সদস্য তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পরে দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত