হোম > সারা দেশ > নীলফামারী

ডোমারে গৃহবধূ ধর্ষণ মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডোমারে ধর্ষণ মামলায় তরিকুল ইসলাম (৩৭) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ শুক্রবার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এর আগে আজ ধর্ষণের শিকার গৃহবধূ নিজে বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ইউপি সদস্য তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে। 

তরিকুল ইসলাম উপজেলার হরিণচড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য। গৃহবধূর স্বামী একজন রিকশাচালক। সে দুই সন্তানের জননী। 

অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার রাত ৯টার দিকে ওই গৃহবধূকে নিজ বাড়িতে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন ইউপি সদস্য। প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তাঁকে আটক করেন।  সে সময় কৌশলে পালিয়ে যায় তরিকুল। 

ভুক্তভোগী নারীর অভিযোগ, রাত ৯টার দিকে প্রয়োজনে ঘর থেকে বের হলে হঠাৎ ঘরের বাল্ব বন্ধ হয়ে যায়। তিনি মনে করেছিলেন কারেন্টের বোর্ডে কোনো সমস্যা হয়েছে। ফিরে ঘরের ভেতরে ঢুকতেই তরিকুল মেম্বার পেছন থেকে মুখ চিপে ধরে টিউবওয়েল পাড়ে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। 

ঘটনার পর গতকাল বৃহস্পতিবার দুপুরে হরিণচড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে ইউপি সদস্য তরিকুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে বিচার দাবি করেন ভুক্তভোগী নারী। এ সময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শতাধিক লোক উপস্থিত ছিলেন। 

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, আজ মামলা হওয়ার পরপরই অভিযুক্ত ইউপি সদস্য তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পরে দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তারেক রহমানের কাছে যা চাইলেন আবু সাঈদের বাবা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মঞ্চ প্রস্তুত, দলে দলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

লাঙ্গল-নৌকার আসনে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

কাউনিয়ায় ‘ভুয়া মামলায়’ ঋণগ্রহীতাকে হয়রানির অভিযোগ

আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার—বললেন জাপা প্রার্থী

রংপুরে হত্যার মামলায় ৪ আসামির যাবজ্জীবন

নির্বাচনকে ঘিরে দেশে দুটি পক্ষ হয়েছে, একটি সংস্কারের পক্ষে আরেকটি বিপক্ষে: আখতার হোসেন

গণপিটুনিতে নিহত রূপলালের স্ত্রী ও ছেলেকে আসামিদের হুমকি, থানায় অভিযোগ

রূপলাল-প্রদীপ লাল হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার