হোম > সারা দেশ > গাইবান্ধা

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে গাইবান্ধায় ঈদ উদ্‌যাপন 

গাইবান্ধা প্রতিনিধি, 

গাইবান্ধার পলাশবাড়ীতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়েছে। আজ শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা গ্রামের মধ্যপাড়ার নতুন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল থেকেই মোটরসাইকেল ও ভ্যানে করে জেলার বিভিন্ন এলাকা থেকে (জমিয়তে আহলে হাদিস (সহিহ্ হাদিস) সম্প্রদায়ের লোকজন ঘোড়াবান্দা গ্রামের মধ্যপাড়ার নতুন জামে মসজিদ চত্বরে আসতে শুরু করেন। পরে মাওলানা আব্দুল মালেকের ইমামতিতে মুসল্লিরা পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। এতে তালুক ঘোড়াবান্ধা, দুর্গাপুর, তিনগাছতল, হরিণসিংহাসহ কয়েকটি গ্রামের ৫০ জন মুসল্লি অংশ নেন। নামাজ শেষে মুসল্লিরা যথানিয়মে ঈদের আনন্দ ভাগাভাগি করতে একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন। 

নামাজ পড়তে আসা তালুক ঘোড়াবান্ধা গ্রামের মোস্তফা বলেন, ‘সৌদি আরবের সঙ্গে মিল রেখে আট বছর থেকে আমরা এখানে ঈদ উদ্‌যাপন করছি। চাঁদের অবস্থান জেনে সৌদি আরবের সঙ্গে মিল রেখেই একদিন আগে রোজা পালন শুরু করেছিলাম। সে অনুসারে সৌদিতে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হওয়ার পর এক দিন আগেই আজ শুক্রবার ঈদও উদ্‌যাপন করছি।’

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা