হোম > সারা দেশ > গাইবান্ধা

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে গাইবান্ধায় ঈদ উদ্‌যাপন 

গাইবান্ধা প্রতিনিধি, 

গাইবান্ধার পলাশবাড়ীতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়েছে। আজ শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা গ্রামের মধ্যপাড়ার নতুন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল থেকেই মোটরসাইকেল ও ভ্যানে করে জেলার বিভিন্ন এলাকা থেকে (জমিয়তে আহলে হাদিস (সহিহ্ হাদিস) সম্প্রদায়ের লোকজন ঘোড়াবান্দা গ্রামের মধ্যপাড়ার নতুন জামে মসজিদ চত্বরে আসতে শুরু করেন। পরে মাওলানা আব্দুল মালেকের ইমামতিতে মুসল্লিরা পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। এতে তালুক ঘোড়াবান্ধা, দুর্গাপুর, তিনগাছতল, হরিণসিংহাসহ কয়েকটি গ্রামের ৫০ জন মুসল্লি অংশ নেন। নামাজ শেষে মুসল্লিরা যথানিয়মে ঈদের আনন্দ ভাগাভাগি করতে একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন। 

নামাজ পড়তে আসা তালুক ঘোড়াবান্ধা গ্রামের মোস্তফা বলেন, ‘সৌদি আরবের সঙ্গে মিল রেখে আট বছর থেকে আমরা এখানে ঈদ উদ্‌যাপন করছি। চাঁদের অবস্থান জেনে সৌদি আরবের সঙ্গে মিল রেখেই একদিন আগে রোজা পালন শুরু করেছিলাম। সে অনুসারে সৌদিতে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হওয়ার পর এক দিন আগেই আজ শুক্রবার ঈদও উদ্‌যাপন করছি।’

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড