হোম > সারা দেশ > রংপুর

হত্যা মামলায় গ্রেপ্তার গঙ্গাচড়া সদর ইউপি চেয়ারম্যান

 গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

মাজহারুল ইসলাম লেবু। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন হত্যা মামলায় রংপুরের গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার সকালে সদর ইউনিয়ন পরিষদের সামন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মাজহারুল ইসলাম লেবু সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

গঙ্গাচড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) ডেভিড হিমাদ্রী বর্মা আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারের পর লেবুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্র জানান, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুর সিটি বাজার সংলগ্ন রাজা রামমোহন মার্কেটের সামনে গুলিতে নিহত হন সাজ্জাদ হোসেন। এ ঘটনায় গত ২১ আগস্ট সাজ্জাদ হোসেনের স্ত্রী জিতু বেগম বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা, সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সাংবাদিক সুভাষ সিংহ রায়, নাইমুল ইসলাম খান, মোহাম্মদ এ আরাফাত ও অপু উকিলসহ ৫১ জনের নাম উল্লেখ করা হয়।

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ