হোম > সারা দেশ > রংপুর

নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বাড়াতে পায়ে হেঁটে ২০ কিলোমিটার

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ২০ কিলোমিটার সাংস্কৃতিক পদযাত্রা শেষ হয়েছে। গতকাল শনিবার রংপুর জেলার হোসেননগর থেকে শুরু হয় এই সাংস্কৃতিক পদযাত্রা। আজ রোববার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মভূমি পায়রাবন্দের ইসলামপুরে গিয়ে শেষ করা হয়। 

বাল্যবিবাহ, যৌন হয়রানি ও নারী নির্যাতন প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই সাংস্কৃতিক পদযাত্রার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা নিজেরা করি ও ভূমিহীন সমিতি। 
 
নিজেরা করি ও পায়রাবন্দ ভূমিহীন সমিতি সূত্রে জানা যায়, বাল্যবিবাহ, যৌন হয়রানি ও নারী নির্যাতন প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করে তোলার লক্ষ্যে সাংস্কৃতিক পদযাত্রা কর্মসূচি পালন করা হয়। পদযাত্রার সময় জনবহুল এলাকায় বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান নিজেরা করির বিভাগীয় সংগঠক গৌতম দে সরকার। 

এই পদযাত্রা সম্পর্কে পায়রাবন্দ আঞ্চলিক কার্যালয়ের সংগঠক সাবিনা বেগম বলেন, ২০ কিলোমিটার পদযাত্রা করার সময় বিভিন্ন স্থানে লোকসংগীত ও আটটি নাটক মঞ্চস্থ করা হয়েছে। 

জনসচেতনতা সৃষ্টির জন্যই সাংস্কৃতিক পদযাত্রার আয়োজন করা হয়েছে বলে জানান পায়রাবন্দ ভূমিহীন সমিতির সভাপতি ও চতুর্থবার নির্বাচিত নারী সদস্য মরিয়ম বেগম।

তারেক রহমানের কাছে যা চাইলেন আবু সাঈদের বাবা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মঞ্চ প্রস্তুত, দলে দলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

লাঙ্গল-নৌকার আসনে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

কাউনিয়ায় ‘ভুয়া মামলায়’ ঋণগ্রহীতাকে হয়রানির অভিযোগ

আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার—বললেন জাপা প্রার্থী

রংপুরে হত্যার মামলায় ৪ আসামির যাবজ্জীবন

নির্বাচনকে ঘিরে দেশে দুটি পক্ষ হয়েছে, একটি সংস্কারের পক্ষে আরেকটি বিপক্ষে: আখতার হোসেন

গণপিটুনিতে নিহত রূপলালের স্ত্রী ও ছেলেকে আসামিদের হুমকি, থানায় অভিযোগ

রূপলাল-প্রদীপ লাল হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার